মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘গোসসা’ করেছেন জেলেনস্কি, মার্কিন সিনেটে ভাষণ বাতিল

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ৬ ডিসেম্বর ২০২৩ বুধবার

মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে একটি উচ্চপর্যায়ের সভা শেষমুহূর্তে বাতিল করে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও অর্থ সহায়তা না পেয়ে হয়তো ‘গোসসা’ করেছেন তিনি।

বিবিসির খবরে জানা গেছে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) মার্কিন সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভিডিও লিংকের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল জেলেনস্কির। একেবারে আগমুহূর্তে সেটি বাতিল করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তবে কেন এ অংশগ্রহণ বাতিল করলেন, এ বিষয়ে কিছু বলেননি তিনি।

এর কিছুক্ষণ আগেই ইউক্রেনীয় প্রেসিডেন্টের চিফ অব স্টাফ অ্যান্ড্রি এরমাক সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্য না পেলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন হেরে যাওয়ার ‘বিশাল ঝুঁকি’ রয়েছে।

এদিন ওয়াশিংটন ডিসিতে ইনস্টিটিউট অব পিসে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, (যুদ্ধে) এ অবস্থান ধরে রাখা এবং মানুষের পক্ষে বেঁচে থাকা সত্যিই কঠিন হয়ে যাবে।

গত অক্টোবরে ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের কাছে আরও ১০ হাজার কোটি ডলার অতিরিক্ত তহবিল পাশের অনুরোধ জানিয়েছিল হোয়াইট হাউস। কিন্তু হাউসে ক্ষমতাসীন ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির মধ্যকার মতানৈক্য ও স্পিকারের পদ নিয়ে অস্থিরতার কারণে বিষয়টি চাপা পড়ে যায়।

এ অবস্থায় গত সোমবার মার্কিন কংগ্রেসে একটি চিঠি পাঠিয়েছেন হোয়াইট হাউসের বাজেট পরিচালক শ্যালান্ডা ইয়াং। চিঠিতে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইউক্রেনকে প্রায় ১১ হাজার ১০০ কোটি ডলার সমপরিমাণ সহায়তা দিয়েছে।

তিনি বলেছেন, আমি পরিষ্কার বলতে চাই, কংগ্রেসের পদক্ষেপ ছাড়া চলতি বছরের শেষনাগাদ ইউক্রেনের জন্য আরও অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ ও মার্কিন সামরিক ভাণ্ডার থেকে সরঞ্জাম সরবরাহ করার সামর্থ্য শেষ হয়ে যাবে। আরও সহায়তা না দিলে যুদ্ধে রাশিয়া জিতে যাওয়ার ‘আশঙ্কা’ রয়েছে বলে সতর্ক করেছেন এই হোয়াইট হাউস কর্মকর্তা।