বাইডেনের বিরুদ্ধে একজোট মার্কিন মুসলিম নেতারা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৫:২০ পিএম, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট -
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধে ইসরাইলকে সমর্থন দেয়ায় প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন ছয়টি অঙ্গরাজ্যের মুসলিম নেতারা। তারা চান না যে, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন আবারও প্রার্থী হোন।
মার্কিন মুসলিম নেতারা ২০২৪ সালের নির্বাচনে জো বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থীতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেও তার বিকল্প প্রার্থী কে হবেন, সে বিষয়ে তারা মতৈক্যে পৌঁছাতে পারেননি। ছয়টি অঙ্গরাজ্য হলোÑমিনেসোটা, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, পেনসিলভানিয়া ও ফ্লোরিডা। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এসব রাজ্যে জো বাইডেন জয়ী হয়েছিলেন। কিন্তু সম্প্রতি গাজা ইস্যুতে তিনি যে অবস্থান নিয়েছেন, তা এসব রাজ্যের বিশাল মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছে।
বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষুদ্ধ আরব-আমেরিকান সম্প্রদায় আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ী হওয়ার পথকে নিঃসন্দেহে জটিল করে তুলবে।