মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাজায় ইসরাইলি হামলায় জার্মান চিকিৎসক পরিবারের ৬ জন নিহত

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০১ পিএম, ১০ ডিসেম্বর ২০২৩ রোববার

ইসরাইলের বর্বর বোমা হামলায় ফিলিস্তিনের গাজায় এক জার্মান পরিবারের ৬ সদস্য নিহত হয়েছেন। নিহত ওই ছয়জনের মধ্যে একজন ছিলেন চিকিৎসক। তার নাম ইউসুফ আবুজাদাল্লাহ।

অক্টোবরের শেষের দিকে নিজেদের ঘরে ইসরাইলি বোমা হামলার শিকার হয় ওই পরিবার।

জার্মান সংবাদপত্র সদেউৎশে জেইটুংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি বোমা হামলার ফলে ইউসুফ আবুজাদাল্লাহর পাশাপাশি তার স্ত্রী আয়া এবং তাদের সন্তান সালাহউদ্দিন (১০), মোহাম্মদ (৯), আব্দুল রহমান (৩) এবং ওমর নামে এক অল্প বয়সি শিশুও নিহত হয়।

ইউসুফ আবুজাদাল্লাহ জার্মানির ডর্টমুন্ডের একটি হাসপাতালে কাজ শুরু করার আগে তার পরিবারের সঙ্গে দেখা করতে গাজায় যান। সেখানে কেনা একটি জমিতে তিনি বাড়ি তৈরি করতে চেয়েছিলেন। তবে গত ২৫ অক্টোবর ইসরাইলি হামলার ফলে তিনি যে বাড়িতে তার পরিবারের সঙ্গে থাকতেন সেই ঘরেই তিনি মারা যান।

ইউসুফ আবুজাদাল্লাহর ভাই আহমেদ আবুজাদাল্লাহ বলেছেন, তারা দুই সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে তার ভাই এবং তার পরিবারের সদস্যদের মৃতদেহ উদ্ধার করেন।

জার্মান পররাষ্ট্র দপ্তর বলেছে, দুর্ভাগ্যবশত আমাদের এখন ধরে নিতে হবে যে, গাজার সংঘাতে নিহতদের মধ্যে একটি জার্মান পরিবারও রয়েছেন।

মূলত ইসরাইলি বোমা হামলার ফলে গাজায় মারা যাওয়া প্রথম জার্মান নাগরিক হচ্ছেন আবুজাদাল্লাহ ও তার পরিবার।