মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

হামাস ছাড়া গাজার যে কোনো পরিকল্পনা বৃথা হবে: ইসমাইল হানিয়া

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার

ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস ছাড়া গাজার জন্য সংঘাত-পরবর্তী যে কোনো পরিকল্পনা কোনো কাজে আসবে না বলে হুশিয়ারি দিয়েছেন সংঠনের প্রধান ইসমাইল হানিয়া।

বুধাবর একটি টেলিভিশন ভাষণে হামাসপ্রধান এসব কথা বলেন। খবর এপির।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং সন্ত্রাসবাদে অর্থায়ন করে তাদের গাজায় প্রবেশের অনুমতি দেবেন না। এর একদিন পর হানিয়া এ মন্তব্য করেছেন।

হানিয়া বলেন, তিনি ইসরাইলি আক্রমণের অবসান, পশ্চিমতীর ও গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ঘর সাজানোর বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত।

হামাস নেতা আরও বলেন, হামাস গাজা সমস্যা নিয়ে সংলাপের জন্য প্রস্তুত। কারণ ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্রে জেরুজালেমকে রাজধানী হিসাবে বসবাস করার অধিকার রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হালনাগাদ তথ্যে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় গাজায় ১৯৬ জন নিহত হয়েছেন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে গাজায় ১৮ হাজার ৬০৮ জন নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু।