নির্বাচনে আগ্রহী সাবেক গভর্নর
মেয়র পদের দিকে কুমোর চোখ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০৬ এএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট -
নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামসের ভাগ্য বিপর্যয় ঘটলে কপাল খুলতে পারে সাবেক গভর্নর এন্ড্রু কুমোর। এডামসের শূন্য আসনে সম্ভাব্য নির্বাচনের দৌড়ে জনমত জরিপে এগিয়ে আছেন তিনি। উল্লেখ্য, অর্থনৈতিক অনিয়মসহ নানাবিধ অভিযোগের ভিত্তিতে মেয়র এরিক এডামসের বিরুদ্ধে তদন্ত চলছে। ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কড়া নজর তার ওপর। যদি এরিক এডামসকে মেয়রের পদ থেকে পদত্যাগ করতে হয় তবে একটি বিশেষ নির্বাচন হবে নিউইয়র্ক সিটিতে। আর সে নির্বাচনে নিউইয়র্ক স্টেটের সাবেক গভর্নর এন্ড্রু কুমো জনমত জরিপে এগিয়ে রয়েছেন। পলিটিক্যাল কনসাল্টিং ফার্ম স্লিং স্ট্র্যাটেজিস এ জরিপ চালিয়েছে।
প্রসঙ্গত, এন্ড্রু কুমো একাধিক যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১০ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে অবশ্য আইনের দৃষ্টিতে অভিযোগগুলো সত্য বলে প্রমাণিত হয়নি। দীর্ঘ নিরবতার পর রাজনীতিতে আবার সক্রিয় হবার ইচ্ছে ব্যক্ত করেছেন তিনি। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, আগামীতে তিনি নিউইয়র্ক সিটি মেয়র পদে নির্বাচন করতে চান।
নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, এডামস পদত্যাগ করলে বিশেষ নির্বাচনে কুমো নিশ্চিত মেয়র পদপ্রার্থী। সেক্ষেত্রে আরও ২ জন প্রার্থীর নামও এসেছে জরিপে। তারা হলেন নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট জুমানি উইলিয়ামস ও সাবেক স্যানিটেশন কমিশনার ক্যাথরিন গার্সিয়া। তবে জরিপে কুমো শতকরা ৬৪ ভাগ সর্মথন পেয়েছেন। জুমানী ও ক্যাথরিন পেয়েছেন যথাক্রমে মাত্র ৩৬ ও ১২ শতাংশ।
এই জরিপ প্রকাশের পরপরই সিটির ডেপুটি মেয়র ফ্যাবিয়ান লেভি তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, ২০২১ সালে নির্বাচনী প্রচারণায় এরিক এডামস নিয়মবর্হিভূত কোন ডোনেশন নিয়েছেন কিনা তা জাস্টিস ডিপার্টমেন্ট খতিয়ে দেখছে। মেয়র এই তদন্তে নিজ থেকেই সহায়তা করছেন। তার বিরুদ্ধে কোন চার্জও গঠন করা হয়নি। এমতাবস্থায় আগাম এই ধরনের জরিপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।