নিউইয়র্কে অস্থায়ী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১৩ এএম, ১৬ ডিসেম্বর ২০২৩ শনিবার
সম্মিলিত সাংস্কৃতি জোটের অনুষ্ঠান
আজকাল রিপোর্ট -
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মরণ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। বুধবার রাতে ১৪ই ডিসেম্বরের প্রথম প্রহরে নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নির্মিত অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। এসময় মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শুরুতেই শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা ও আয়োজক সংগঠক সম্মিলিত সাংস্কৃতিক জোট বাংলাদেশের রায়ের বাজার বধ্যভূমির আদলে নির্মিত স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানায়।
এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার, বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন-বাপা, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফরর্মিং আর্টস-বিপা, নিউইয়র্ক সাহিত্য একাডেমী, রবীন্দ্র সম্মিলন পরিষদ, জ্যাকসন হাইটস এলাকাবাসী, সুচিত্রা সেন মেমোরিয়াল, সৃজনলজী, জেনোসাইড ৭১, প্রজন্ম ৭১, শিল্পকলা একাডেমী, একুশে চেতনা পরিষদ, বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস-বাফা, ড্রামা সার্কেল, আমেরিকান বাংলাদেশ প্রেসক্লাব, ডায়াসপাড়া, শোটাইম মিউজিক, বেঙ্গলী ক্লাব ইউএসএ-সহ অর্ধ শতাধিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
একুশে পদকপ্রাপ্ত লেখক মুক্তিযোদ্ধা ড. নূরুন নবী, শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে ফাহিম রেজা নূর, নিউইয়র্কের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সেলর (কূটনীতি ও প্রেস) নাসির উদ্দিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, বাংলাদেশ আমেরিকান পুলিশ এসোসিয়েশনের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি রাসেক মালিক-সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। ঘোষণাপত্র পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিথুন আহমেদ। সংগঠনটি ২৪ বছর ধরে নিউইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে আসছে। তবে এবারই প্রথম রায়ের বাজার বধ্যভূমির আদলে অস্থায়ী স্মৃতিসৌধ স্থাপন করেছে। শিল্পী জাহেদ শরীফ এটি নির্মাণ করেছেন।
বৈরী আবহাওয়ায় হিমাঙ্কের নীচে তাপমাত্রার মধ্যে বিভিন্ন বয়সী শত শত মানুষ ভীড় করেন সেই স্মৃতিসৌধে। এর আগে জুইশ সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক মঞ্চস্থ করে বিভিন্ন সংগঠন। সেখানে অন্যান্যের মধ্যে সংগীত পরিবেশন করেন দিনাত জাহান মুন্নী, চন্দন চৌধুরী ও শাহ মাহবুব। আবৃত্তি করেন গোপন সাহা।
প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে সেখানেও উপস্থিত হন বিপুল সংখ্যক মানুষ। তাদের মধ্যে উল্লেখযোগ্য বরেণ্য সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, বিজ্ঞানী জিনাত নবী, সাংস্কৃতিক সংগঠক সুব্রত বিশ্বাস, মুক্তিযোদ্ধা গোলাম মিরাজ, সাংবাদিক নিনি ওয়াহেদ, লেখক ও গবেষক হাসান ফেরদৌস, আওয়ামী লীগ নেতা প্রদীপ কর, কবি শামস আল মমীন, নৃত্যশিল্পী অ্যানি ফেরদৌস, সাংবাদিক সিতাংশু গুহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাহতাব সোহেল, আয়ারল্যান্ড থেকে আগত বাংলাদেশি মডেল ও অভিনয়শিল্পী মাকসুদা আকতার প্রিয়তী প্রমুখ।