মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রাগে বন্দুকধারীর হামলায় নিহত ১৫

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২২ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

চেক রিপাবলিকের রাজধানী প্রাগে একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রাগের উদ্ধার সেবা আগে  জানিয়েছিল, হামলাকারীসহ নিহতের সংখ্যা ১১ জন। ৯ জন গুরুতর আহত, ৫-৬ জন মৃদু আহত হয়েছেন। আরও অন্তত ১০ জন হালকা আঘাত পেয়েছেন। হতাহতের সংখ্যায় পরিবর্তন আসতে পারে।

পরে এক সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান জানিয়েছেন, হামলায় মোট নিহতের সংখ্যা ১৫ জন। হামলাকারী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিল। 

পুলিশ জানিয়েছে, জ্যান পালেখ স্কয়ার অবস্থিত চার্লস ইউনিভার্সিটিতে হামলার পর বন্দুকধারীকে হত্যা করা হয়েছে। ভবন খালি করা হয়েছে। ঘটনাস্থলে অনেক আহত ব্যক্তি রয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউনিভার্সিটির কর্মীদের বলা হয়েছে নিজেদের কক্ষের ভেতর লাইট বন্ধ করে অবস্থান করতে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা নিজেদের কক্ষে দরজা বন্ধ করে অবস্থান করছেন।

এক ব্রিটিশ-অস্ট্রেলীয় টার্গ পেশেন্স ঘটনাস্থলের পাশের একটি বাসা থেকে বিবিসিকে বলেছেন, তিনি অনেক গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। বারান্দা থেকে দেখেছি পুলিশ হাজির হয়েছে।

প্রধানমন্ত্রী পিটার ফিয়ালা হামলার ঘটনায় নির্ধারিত সূচি বাতিল করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো চত্বর ও বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সড়ক বন্ধ করা হয়েছে। প্রাগের পুরাতন শহরে চার্লস ইউনিভার্সিটি অবস্থিত। ঐতিহাসিক চার্লস সেতু থেকে মাত্র ৫০০ মিটার দূরে এটির অবস্থান।

চেক রিপাবলিকে বন্দুক হামলার ঘটনা বিরল। ২০১৯ সালের ডিসেম্বরে ৪২ বছর বয়সী এক হামলাকারী হাসপাতালের ওয়েটিং রুমে ছয়জনকে হত্যা করেছিল। এছাড়া ২০১৫ সালে এক রেস্তোরাঁয় এক বন্দুকধারী আটজনকে গুলি করে নিজে আত্মহত্যা করেছিল।