অগ্নিসংযোগে উদ্বেগ
নির্বাচনের আগে মন্তব্যে নারাজ জাতিসংঘ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:১৪ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট -
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ নিয়ে আর কোনো মন্তব্য করতে নারাজ জাতিসংঘ। বৃহস্পতিবার সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক একথা জানিয়েছেন। তবে ভোটের আগে বাস, ট্রেনে আগুন দিয়ে সাধারণ মানুষ পুড়িয়ে মারার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।
গতকাল বৃহস্পতিবার ব্রিফিংয়ে বাংলাদেশি এক সাংবাদিক বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ও মানবাধিকার গ্রুপগুলোর প্রতিবেদন উল্লেখ করে জানান, বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ একতরফা নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশটিতে প্রধান বিরোধী দলের প্রায় সব নেতাকে কারাবন্দি করে রাখা হয়েছে। ওই সাংবাদিক আরও জানান, ভয়েস অব আমেরিকাÑভিওএ’র তথ্যমতে, গত দুই সপ্তাহে বিএনপি’র অন্তত: ছয়জন নেতাকর্মী জেলে মৃত্যুবরণ করেছেন। এক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে কোনো উদ্যোগ নেবে কি-না? প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে নির্বাচনের পরে নিয়ে কথা বলা যেতে পারে।
ব্রিফিংয়ে অপর এক বাংলাদেশি সাংবাদিক বলেন, নির্বাচনের আগে বাংলাদেশে বাসে, ট্রেনে অগ্নিসংযোগ করা হচ্ছে। ১৯ ডিসেম্বর ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় নারী ও শিশুসহ চারজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। এ বিষয়ে জাতিসংঘের মন্তব্য কি? ওই সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, এটি ভয়ঙ্কর ঘটনা। তবে বাংলাদেশের সরকার নিশ্চয়ই এর তদন্ত করবে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনবে।