উৎসবমুখর নিউইয়র্ক
শুভ বড়দিন সোমবার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:২৪ এএম, ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
ভেতরে-বাইরে রঙিন সাজে সেজেছে নিউইয়র্কের পবিত্র সব গির্জা। এসব গির্জার চারপাশে বর্ণিল আলোকসজ্জা। ভেতরে ক্রিসমাস ট্রিতেও আলোর ঝলকানি। গির্জা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে গোশালা। এর পাশে রাখা হয়েছে সান্তা ক্লজ। শুধু গির্জা নয়, নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সব গির্জার ভেতরটা এখন এমনই বর্ণিল। কোথাও কোথাও গির্জার ও বাসা-বাড়িতে আঁকা হয়েছে আলপনাও। এত সাজসজ্জার আয়োজন খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিনকে ঘিরে।
২৫শে ডিসেম্বর সোমবার, শুভ বড়দিন। সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মের মানুষেরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মাধ্যমে দিনটি উদ্যাপন করবেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রজুড়ে ছুটির আমেজ শুরু হয়েছে। প্রবাসী বাঙালি খ্রিষ্টান ধর্মাবলম্বীরাও নিজেদের বৃহৎ ধর্মীয় উৎসব পালনের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।
খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট এই দিনে ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেম শহরের এক গোয়ালঘরে জন্মগ্রহণ করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন।