মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২০ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩ রোববার

লোহিত সাগরে আরেকটি বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা রয়েছে বলে যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান। 

আল জাজিরা জানিয়েছে, শনিবার ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, হুথিরা তাদের নিজেদের মতো করে কাজ করছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি মেহের নিউজকে বলেছেন, প্রতিরোধ আন্দোলনের (হুথিদের) নিজস্ব উপায়-উপকরণ রয়েছে... এবং তারা তাদের নিজস্ব সিদ্ধান্ত ও সামর্থ্য অনুযায়ী কাজ করে।

‘প্রকৃত বাস্তবতা হলো- আমেরিকান এবং ইসরাইলিদের মতো কিছু শক্তি প্রতিরোধ আন্দোলনের আঘাতের শিকার হচ্ছে... কোনোভাবেই এই অঞ্চলে প্রতিরোধ আন্দোলনকারীদের শক্তির বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়,’ বলেন ইরানের উপমন্ত্রী।