যুক্তরাষ্ট্রে ৫০০ কবর কেনার সিদ্ধান্ত
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:০৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০২৩ বুধবার
যুক্তরাষ্ট্রে দিন দিন বড় হচ্ছে বাংলাদেশি কমিউনিটি। আর তাতে বাড়ছে কবরের প্রয়োজনীয়তা। এই প্রেক্ষাপটে আরো ৫০০ কবর কেনা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটি।
সোসাইটির সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়ার সভাপতিত্বে রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কুইন্স প্যালেসে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রেটার নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ জসিম। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশিত হওয়ার পর স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া।
রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন। রুহুল আমীন সিদ্দিকী জানান, সোসাইটির জন্য আরো ৫০০ কবর ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বর্তমানে তা প্রক্রিয়াধীন আছে। নতুন কবর ক্রয়ের জন্য আনুমানিক ৫০০ হাজার ডলার প্রয়োজন।
সোসাইটির ফান্ডে এতো অর্থ না থাকায় কমিউনিটির বিত্তবানসহ সকলকে সাধ্যমত এগিয়ে আসার জন্য আহ্বান জানান। তিনি জানান, ইতোপূর্বে সোসাইটির ক্রয়কৃত ৬০০ কবরের মধ্যে হাতেগোনা কয়েকটি কবর অবহৃত রয়েছে। শুধু করোনার সময় ২৭০টি কবর দেওয়া হয়েছে বিভিন্ন জনকে।