ঐক্যবদ্ধ হওয়ার উদ্যোগ
ফোবানায় ঐক্যের সুবাতাস
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:০৫ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার
মনোয়ারুল ইসলাম
বহুল আলোচিত ফোবানায় ঐক্যের সুবাতাস বইতে শুরু করেছে। সংগঠনটির হওয়ার কথা ছিল প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য ও সংহতির প্রতীক। তা এখন অনৈক্য ও বিভেদের কবলে। বিভক্ত হতে হতে তা এসে দাঁড়িয়েছে পাঁচটি ভাগে। প্রবাসীরা কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন ঐতিহ্যবাহী এই সংগঠন থেকে। কিন্তু এখন ফোবানা থেকে কিছু সুখবর আসতে শুরু করেছে। বহুধাবিভক্ত ফোবানাকে এক পতাকার নীচে আনার কাজ শুরু হয়েছে। আর এর নেপথ্যে কাজ করছেন ফোবানা একাংশের চেয়ারম্যান ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ্ নেওয়াজ ও মোহম্মদ আলমগীরের নেতৃত্বাধীন ফোবানার নেতা নাহিদুল খান সাহেল।
গত সেপ্টেম্বরে টরেন্টোতে অনুষ্ঠিত ৩৭তম ফোবানা সম্মেলনের পর থেকেই চেয়ারম্যান শাহ্ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম ঐক্য প্রক্রিয়াকে জোরদার করে তুলছিলেন। পাশাপাশি ডালাসে অনুষ্ঠিত ৩৭তম ফোবানার সিদ্ধান্তের আলোকে নাহিদুল খান সাহেল ফোবানা ঐক্য প্রক্রিয়ার চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। শাহ্ নেওয়াজ ও মোহাম্মদ আলমগীরের নেতৃত্বাধীন ফোবানার দুটি অংশ ঐক্যের প্রশ্নে খুবই কাছাকাছি এসে পৌঁছেছে। জানুয়ারিতে উভয় পক্ষ থেকেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত গ্লোবাল বিজনেস সম্মেলন চলাকালে মোহাম্মদ আলমগীরের নেতৃত্ববাধীন অংশের নেতৃবৃন্দের সাথে শাহ্ নেওয়াজের অনানুষ্ঠানিক বৈঠকও হয়েছে। উভয় পক্ষই ঐক্যের ব্যপারে খুবই আশাবাদ ব্যক্ত করেছেন। এ ব্যাপারে শাহ্ নেওয়াজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঐক্যই আমার ঠিকানা। ফোবানার ঐক্যের প্রশ্নে যেকোন ত্যাগ স্বীকার করতে আমি প্রস্তুত। আমাদের অনানুষ্ঠানিক আলোচনা ঐক্যের সিঁড়ি তৈরি করেছে। অপেক্ষা করুন। ভালো কিছু দেখবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে ফোবানা (আলমগীর) ইউনিফিকেশন কমিটির চেয়ারম্যান নাহিদুল খান সাহেল বলেন, শাহ নেওয়াজ ও আজমদের নেতৃত্বাধীন ফোবানার সাথে সমঝোতা ও ঐক্যের ব্যাপারে অনেকদিন ধরেই কথা হচ্ছে। আশা করি আনুষ্ঠানিক ঘোষণায় আমরা আসতে পারবো। দুবাইতে ফোবানা নেতৃবৃন্দ ফলপ্রসূ আলোচনা করেছেন। কাজী আজম জানান, আলোচনা চলছে। তবে আনুষ্ঠানিক কিছু এখনও হয়নি। ফোবানা অপর অংশের এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর এ ব্যাপারে বলেন, ঐক্যের ব্যাপারে নাহিদ খান সাহেল দায়িত্ব পালন করছেন। আশা করি তিনি সফল হবেন।
এদিকে শরাফত হোসেন বাবুর নেতৃত্বাধীন ফোবানার আরেকটি একটি অংশ ইতোমধ্যে ঐক্যের ব্যাপারে শাহ্ নেওয়াজের সাথে নীতিগতভাবে একমত হয়েছেন।
উত্তর আমেরিকায় বাংলাদেশিদের ঐক্য আর সংহতি বৃদ্ধির লক্ষ্যে তিন দশক আগে ফেডারেশন অব বালাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা বা ফোবানা নামের সংগঠনটি গড়ে উঠেছিল। সাত সাগর পাড়ি দেওয়া প্রবাসীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম হিসেবে ফোবানা তার যাত্রা শুরু করে। ফোবানা সম্মেলন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের আনন্দ অভিযাত্রার প্রতীক হয়ে উঠে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই সম্মেলনে অংশ নিতে আগ্রহী থাকতেন। আমেরিকা ও কানাডার নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা যেমন ছুটে আসতেন, তেমনি ইউরোপ থেকেও অতিথিরা এসে যোগ দিতেন এই সম্মেলনে। নেতৃত্ব আর দখলদারির কবলে পড়ে আজ জৌলুস হারিয়েছে ফোবানা। একই নামে আমেরিকার একাধিক শহরে ফোবানা সম্মেলন হচ্ছে। এই বিভক্তির কারণে প্রবাসীদের ফোবানার প্রতি আগের সেই আগ্রহ আর নেই। তারপরও ফোবানার নাম শুনলে প্রবাসের বাংলাদেশিরা উৎফুল্ল হয়ে ওঠেন। স্বপ্ন দেখেন, এই দূর প্রবাসে নিজেদের ঐক্য আর সংহতির। আগামীতে আবারও ঐক্যের কলতানে ফোবানায় সুবাতাস বইবে বলে প্রত্যাশা করছেন সংগঠনটির নেতৃবৃন্দ।