নির্বাচন বর্জনের আহ্বান
জ্যাকসন হাইটসে বিএনপির র্যালি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:১৪ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে নিউইয়র্কে র্যালি করেছে স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো। র্যালির পরে অনুষ্ঠিত সভায় বক্তারা এ নির্বাচনকে ‘স্বৈরশাসনের স্থায়িত্ব প্রদানের নীল নকশা’ বলে অভিহিত করেন।
গত রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় এ র্যালি করেন বিএনপি নেতৃবৃন্দ। নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির আহ্বায়ক অলিউল্লাহ আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সদস্য সচিব সাইদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জিল্লুর রহমান জিল্লু। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ও ‘সাপ্তাহিক বাংলাদেশি’ পত্রিকার সম্পাদক শারাফত হোসেন বাবু। বক্তব্য দেন আনোয়ার হোসেন, জসিম উদ্দিন ভূঁইয়া, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সদস্য সচিব বদিউল আলম।
র্যালিতে নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন অঙ্গরাজ্য বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিম আহমেদ, এবাদ চৌধুরী, বদরুল হক আজাদ, নীরা রাব্বানী, দেওয়ান কাউসার, হুমায়ূন কবীর, মো আরিফুর রহমান, আনিসুর রহমান, এ আর মাহবুবুল হক, রিয়াজ মাহমুদ, জিয়াউর রহমান মিশন, নাসির উদ্দিন, সৈয়দা মাহমুদা শিরিন, বাচ্চু মিয়া, মোতাহার হোসেন, হাবিবুর রহমান হাবিব, গোলাম হোসেন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, জীবন সফিক প্রমূখ।