বাংলাদেশ সোসাইটির সভায় তথ্য
৩ শতাধিক প্রবাসীকে আজীবন সদস্যপদ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:১৬ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
বাংলাদেশ সোসাইটির সভাপতি মোহাম্মদ আবদুর রব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন, ব্যাংক একাউন্ড থেকে অর্থ আত্মসাৎ প্রসঙ্গ, সোসাইটি ভবন রক্ষণাবেক্ষণ, সংগঠনের আয়-ব্যয়, কবর কেনা প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এবং কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী।
সভায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন যথাক্রমে সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ নওশেদ হোসেন।
সভাপতি মোহাম্মদ আব্দুর রব মিয়া তার বক্তব্যে সোসাইটির বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং সোসাইটি ভবন ঋণমুক্ত হয়ে নিজস্ব ভবনে পরিণত হয়েছে এবং সোসাইটির দোকান ভাড়া থেকে আয় হচ্ছে বলে জানান। এছাড়াও তিনি সোসাইটির পক্ষ থেকে আরো কবর ক্রয়ের উপর গুরুত্বারোপ করেন।
এরপর সহ-সভাপতি ফারুক চৌধুরী বক্তব্য রাখার পর সাধারণ সম্পাদক তার রিপোর্ট পেশ করেন। রিপোর্ট দু’টি পাঠের পর উপস্থিত সদস্যরা আলোচনায় অংশ নেন এবং পরবর্তীতে তা অনুমোদিত হয়।
সাধারণ সম্পাদকের প্রতিবেদনে রুহুল আমীন সিদ্দিকী আরো জানান, সোসাইটির জন্য আরো ৫০০ কবর ক্রয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন কবর ক্রয়ের জন্য আনুমানিক ৫০০ হাজার ডলার প্রয়োজন। সোসাইটির ফান্ডে এতো অর্থ না থাকায় কমিউনিটির বিত্তবানসহ সকলকে সাধ্যমত কবর ক্রয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় আরো জানানো হয় যে, সোসাইটি ভবন রক্ষণাবেক্ষণ ব্যয়সহ সিটি কর্তৃক বিভিন্ন ভায়োলেশনের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে। ভবন ক্রয়ের পর থেকেই অর্থাৎ ১৯৯৩ সাল থেকে এসব ভায়োলেশন বর্তমান কার্যকরী পরিষদকে রিমোভ এবং সেটেল্ড করতে হচ্ছে। এ ব্যাপারে এ পর্যন্ত আনুমানিক ১৮ হাজার ২৫০ ডলার ইতিমধ্যেই ব্যয় হয়েছে। বর্তমানে বিভিন্ন ভায়োলেশনের পরিমাণ ৮০ হাজার ডলারের বেশি।
রুহুল আমীন সিদ্দিকী জানান, গত ৫ জুন সোসাইটির জরুরি বিশেষ সাধারণ সভায় সোসাইটির গঠনতন্ত্রকে আরও যুগোপযোগী করতে এর বিভিন্ন ধারা ও উপধারার সংশোধনীর বিষয়ে আলোচনা এবং কিছু সংশোধনী প্রস্তাব গৃহীত হয়। এছাড়াও বাংলাদেশ সোসাইটির সভায় নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। প্রতিবেদনে তিনি বলেন, এ পর্যন্ত সোসাইটির ইতিহাসে সর্বাধিক ৩ শতাধিক প্রবাসী আজীবন সদস্যপদ গ্রহণ করেন এবং প্রায় ৩০০ জন নতুন সাধারণ সদস্য পদ নবায়ন করেন।
সোসাইটির অর্থ আতœসাতের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, গত সেপ্টেম্বর মাসে সোসাইটির ব্যাংক একাউন্ট থেকে একাধিক ভুয়া চেকের মাধ্যমে এক লাখ ৬৫ হাজার ডলার উত্তোলন করার ঘটনা ঘটে। তাৎক্ষণিক খবরটি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে ২৪ ঘন্টার মধ্যেই পুরো অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে সর্বোচ্চ আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
কোষাধ্যক্ষের রিপোর্টে বলা হয়, ২০২২ সালের ৩১ অক্টোবর নতুন কমিটি দায়িত্ব নেয়ার সময়ে সোসাইটির ব্যাংক একাউন্টে ছিল ১ লাখ ৯৯ হাজার ৮২৬ ডলার ৬০ সেন্ট। বর্তমানে সোসাইটির তিনটি ব্যাংক একাউন্টে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত ২ লাখ ৫১ হাজার ৩১০ ডলার রয়েছে।
সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য, কার্যকরী পরিষদের কর্মকর্তা, আজীবন সদস্যসহ বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।