ইলিয়াস খসরুর মায়ের দাফন সম্পন্ন
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:৩৫ এএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার
আজকাল রিপোর্ট
বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও সাংবাদিক সৈয়দ ইলিয়াস খসরুর মা ফাতেমা বেগম (৮৫) বুধবার ২৭ ডিসেম্বর ভোররাতে নিউইয়র্কে ইন্তেকাল করেছেন। খসরু টাইম টিভি’র অন্যতম পরিচালক ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক।
মরহুমার নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ওইদিনই তাকে নিউজার্সির প্যাটারসনে স্থানীয় সিমেট্রিতে সমাহিত করা হয়েছে।
জ্যামাইকার হলিসে সৈয়দ ইলিয়াস খসরুর বাসায় মঙ্গলবার সন্ধ্যায় ফাতেমা বেগম অসুস্থ বোধ করলে তাকে সাথে সাথে লং আইল্যান্ড জুইস হাসপাতালে নেয়া হয়। বুধবার সকাল ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৪ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতনীসহ বহু আতœীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার এক পুত্র ও ২ কন্যা নিউইয়র্কে, এক পুত্র লন্ডনে এবং অন্যান্যরা বাংলাদেশে বসবাস করেন। মরহুমার দেশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে।
ফাতেমা বেগমের মৃত্যুতে টাইম টিভি’র সিইও আবু তাহের, সাপ্তহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, নিউইয়র্ক কাগজ সম্পাদক আফরোজা ইসলাম, বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিব রহমান ও সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। অপর এক বিবৃতিতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়াও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক জে মোল্লাা সানি, কুলাউড়া বাংলাদেশি এসোসিয়েশনের সভাপতি শাহ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মঈনুর রহমান সুয়েব গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।