মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মধ্য গাজায় তুমুল লড়াই, নিহত ছাড়াল ২১ হাজার

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৩০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় প্রায় তিন মাস ধরে যুদ্ধ চলছে। এই যুদ্ধ আরও কয়েক মাসব্যাপী চলবে বলে ইতিমধ্যে হুঁশিয়ার বার্তা দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। 

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে। 

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ১৮৭ জন। এ ছাড়া ইসরায়েলি হামলায় গাজায় আহতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে। 

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার কেন্দ্রে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এতে প্রায় দেড় লাখ ফিলিস্তিনি সেখান থেকে পালাতে বাধ্য হচ্ছেন। বিবিসি জানিয়েছে, মধ্য গাজায় এখন তুমুল লড়াই চলছে। 

জাতিসংঘ আরও জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে গাজার জনসংখ্যার ৮০ শতাংশের বেশি নাগরিককে ঘরছাড়া হতে হয়েছে।