উনিশ-কুড়ির স্লোগানে নিউইয়র্কে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১০:২৭ এএম, ১ জানুয়ারি ২০২৪ সোমবার
বাংলাদেশের সীমানা ছাড়িয়ে এবার নিউইয়র্ক শহরে পালিত হলো আরটিভির প্রতিষ্ঠান বার্ষিকী। উনিশ-কুড়ির ছিল আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী স্লোগান। জনপ্রিয় এই টিভি চ্যানেলটির জমকালো আয়োজন হাজির হয়ে ছিলেন নিউইয়র্কের বিশিষ্ট জন সহ, অভিনয় শিল্পী, সংগীত শিল্পী ও সাংস্কৃতিক অঙ্গনের নানা মুখ।
মাটি ও মানুষের কথা বলা এই টিভি চ্যানেলটির আয়োজনে নাচে গানে ওজন পার্ক অডিটোরিয়াম হয়ে ছিল এক খন্ড বাংলাদেশ। বাংলাদেশের বাইরে বাস করা বাঙ্গালির হয়ে কাজ করে আসছে আরটিভি।
বিনোদন ছাড়াও সংবাদের জন্য দর্শকের অপেক্ষা আছে আরটিভির উপর। উৎসবের এই আয়োজনে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। তিনি জানান এই চেষ্টা অব্যাহত থাকবে। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মিশনের কন্সাল জেনারেল নাজমুল হুদা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আরটিভি সুস্থ বিনোদন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে।অনুষ্ঠানে আরও উপস্থিত মনোয়ার পাঠান, সিইও প্রিয়ন্তী এবং সভাপতি, টেলিভিশন এন্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ।
অনুষ্ঠানে আমেরিকার মাটিতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পান গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট ও সিইও এবং আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এড লার্জ এটোর্নী মঈন চৌধুরী, ব্যবসায়ী সামসুল আবেদীন, কমনিউনিটি একটিভিস্ট ফাহাদ সোলাইমান, কমনিউনিটি একটিভিস্ট মেজবাহ আবেদীন, কামরুল হাসান। এছাড়া প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে অবদানের জন্য বিপা ও মাটি ব্যান্ডকে সম্মাননা দেয়া হয়।