নিউজিল্যান্ডের এমপির মাউরি ভাষার বক্তব্য ভাইরাল
নিউজ ডেস্ক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:০৭ পিএম, ৫ জানুয়ারি ২০২৪ শুক্রবার
হানা-রাওহিতি-মাইপি-ক্লার্ক। বয়স মাত্র ২১ বছর। নিউজিল্যান্ডের ১৭০ বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য এই তরুণী। নিউজিল্যান্ডের অন্যতম একটি উপজাতি মাউরি। তাদের ভাষা প্রায় বিলুপ্তির পথে। ওই ভাষা রক্ষা ও মাউরিদের অধিকার আদায়ের পক্ষে লড়ছেন এই সাংসদ। খবর দ্য নিউজিল্যান্ড হেরাল্ড
কয়েকদিন আগে পার্লামেন্টে একটি বক্তব্য দেন তিনি। এতে মাউরিদের উদ্দেশে হানা বলেন, আমি আপনাদের জন্য জীবন দিতেও প্রস্তুত। আর আপনাদের জন্য জীবন বাঁচাতেও প্রস্তুত।
মাউরিদের ভাষায় দেওয়া হানার ওইদিনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভাইরাল হয়েছে ইন্সটাগ্রাম, টুইটার ও টিকটকসহ বেশকিছু মাধ্যমে।
মাউরি উপজাতিদের যেসব শিক্ষার্থীরা সারাজীবন ক্লাসরুমের পেছনে বসে থাকেন। ওই ব্ক্তব্যে তাদেরকে আশার বাণী শুনিয়েছেন হানা। তিনি আশ্বাস দেন, মাতৃভাষা শিখতে আর কষ্ট করতে হবে না মাউরিদের।
অকল্যান্ড এবং হ্যামিল্টনের মধ্যবর্তী ছোট শহর হান্টলির বাসিন্দা ২১ বছর বয়সি এই তরুণী। সেখানে একটি মাওরি কমিউনিটি গার্ডেনে মাউরি শিশুদের বাগানবিদ্যা শেখান। মাউরি উপজাতিদের অধিকার রক্ষার সংগঠন নাগা তামাতাও এরও একজন সদস্য হানা। তার দাদাও এ সংগঠনের সদস্য ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, তিনি নিজেকে রাজনীতিবিদ মনে না করে মাউরি ভাষার অভিভাবক মনে করেন এবং বিশ্বাস করেন যে, মাউরিদের নতুন প্রজন্মের কণ্ঠস্বর বিশ্বদরবারে তুলে ধরা দরকার।