পদোন্নতীপ্রাপ্ত তিন পুলিশ অফিসারকে সংবর্ধনা প্রদান জেবিএ‘র
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:৫৮ এএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার
আজকাল রিপোর্ট
পদোন্নতীপ্রাপ্ত তিন পুলিশ অফিসারকে সংবর্ধনা দিয়েছে জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন ইন্ক।
পদোন্নতী পাওয়া তিন পুলিশ কর্মকর্তা হলেন, ১০৭ এর কমান্ডিং অফিসার মো ট্যাঙ্কস, ১০৩ কমান্ডিং অফিসার রেলফ এ ক্লিম্যান্ট ও ১০৭ এর কমান্ডিং অফিসার ভিক্টোরিয়া।
গত ৩ ডিসেম্বর জ্যামাইকার ১৭০-১৮এ হিলসাইডের গোল্ডেন এইজ হোম কেয়ারে এই সংবধর্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেয়াজ।
অনুষ্ঠানের শুরুতেই তিন পুলিশ কর্মকর্তাকে ফুলের গুচ্ছ দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ। তিন পুলিশ অফিসারকে অভিনন্দন ও জ্যামাইকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেবিএস‘র সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব, উপদেষ্টা মোহাম্মদ আলী,এ্যাড.মুজিবুর রহমান, সহসভাপতি রিনা সাহা, কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক রুবাইয়া রহমান, সাংগঠনিক সম্পাদক মো: বদরুদ্দোজা,সাংবাদিক ও ইসলামিক চিন্তাবীদ মোহাম্মদ শহীদুল্লাহ প্রমূখ।
সভাপতির বক্তব্যে শাহ্নেওয়াজ জ্যামাইকার শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ,নিরাপত্তাসহ জনজীবনের বিভিন্ন বিষয়গুলো সংবর্ধিত তিন পুলিশ কর্মকর্তার কাছে তুলে ধরেন। তিনি বলেন,ব্যবসা-বানিজ্যের ক্ষেত্রে জ্যামাইকা এখন একটি গুরত্বপূর্ণ এলাকায় পরিনত হয়েছে। তাই এখানকার মানুষের জীবনমানের উন্নয়ন ও নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। তিনি জ্যামাইকাবাসীর সার্বিক নিরাপত্তার দিকটি দেখার জন্য কমান্ডিং পুলিশ অফিসারদের আহ্বান জানান।
এ সময় শাহ্নেওয়াজ সংগঠনের পক্ষ থেকে জ্যামাইকার গুরত্বপূর্ণ রাস্তা ও ফুটপাতগুলো পরিস্কার রাখার প্রতিশ্রুতি দেন।
জ্যামাইকায় দিন দিন উঠতি যুবকদেও মাদকাসক্ত হওয়ার বিষয়টি তুলে ধরে রাব্বী সৈয়দ বলেন,খুব দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। তিনি পুলিশ অফিসারদের এ বিষয়টি দেখার আহ্বান জানান।
সিনিয়র সহসভাপতি আহসান হাবিব তার বক্তব্যে জ্যামাইকার ট্রাফিক জ্যাম মুক্ত করতে কার্যকরী ব্যবস্থা গ্রহন,স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার ও নিরাপত্তার জন্য গুরত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনের কথা তুলে ধরেন।
সংগঠনের অন্যান্য সদস্যরা এলাকার বিভিন্ন সমস্যা ও এর সমাধানের কথা তুলে ধরে বলেন,পুলিশ বিভাগসহ আমাদের সবাইকে জ্যামাইকার কল্যাণের জন্য এগিয়ে আসতে হবে।
দুই এলাকার কমান্ডিং তিন পুলিশ অফিসার জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের বক্তাদের কথা শুনে, তুলে ধরা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। যে কোন সমস্যা দেখা দিলে তারা তাদের বক্তব্যে সংগে সংগে ৯১১কে কল করার পরামর্শ দেন। সেই সাথে তারা জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের ও জ্যামাইকাবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশনের সদস্য,পুলিশ বিভাগের সদস্য ছাড়াও রানো নেওয়াজ,মাকসুদুল হক চৌধুরী, সাদমান নেওয়াজ, আবু বকর সিদ্দিক,বেলাল আহমেদ,মোস্তফা অনিক রাজসহ জ্যামাইকাবাসী উপস্থিত ছিলেন।