বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অভিবাসী বাস নিউইয়র্ক ঢুকলেই মামলা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:১৩ এএম, ৬ জানুয়ারি ২০২৪ শনিবার

টেক্সাসের ১৭টি কোম্পানীর বিরুদ্ধে ব্যবস্থা
 
   
আজকাল রিপোর্ট
নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস টেক্সাসের ১৭টি চাটার্ড বাস কোম্পানীর বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করেছেন। ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত টেক্সাসের এই বাস কোম্পানীগুলো ৩৩ হাজার ৬০০ এসাইলাম প্রার্থীকে টেক্সাস থেকে নিউইয়র্ক সিটিতে এনে ছেড়ে দিয়েছে। তাদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসহ সকল খরচ বহন করতে গত ২০ মাসে ৭০৮ মিলিয়ন ডলার খরচ হয়েছে সিটির। এই ক্ষতি পূরণের দাবিতেই মামলা।
মেয়র এডামস বলেছেন, টেক্সাসের গভর্ণর অ্যাবোটের কান্ডজ্ঞানহীন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে এই বাস কোম্পানীগুলো সহায়তা করেছে। এই সকল মাইগ্র্যান্টের জীবনযাত্রার খরচের ব্যবস্থা না করে বাস কোম্পানীগুলো তাদের নিউইয়র্ক শহরে এনে সিটির সোশ্যাল সার্ভিস ল’ ১৪৯ লংঘন করেছে। সিটির পক্ষে সোশ্যাল সার্ভিস কমিশনার এই মামলা দায়ের করেছেন। মেয়র এডামস ও সিটি করপোরেশন কাউন্সিল সিলভিয়া ও হিন্ডস এই মামলার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
মেয়র বলেন, টেক্সাস গভর্ণরের নোংরা রাজনীতির খেলার খরচ নিউইয়র্ক সিটি বহন করতে পারে না। তার আদেশে এসাইলাম প্রার্থীদের বহনকারী বাস কোম্পানীগুলো নিউইয়র্ক সিটির আইনভঙ্গ করেছে। এই মামলা দায়েরের সাথে সংহতি প্রকাশ করেছেন নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোকুল। তিনি বলেছেন, গভর্ণর আবোটের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বাস কোম্পানীগুলো কাজ করেছে। নিউইয়র্কের এই আর্থিক ক্ষতির দায় তাদের নিতে হবে।
নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ল’ এবং আরও ২টি ল’ ফার্ম যৌথভাবে ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিস (ডিডিএস) এর পক্ষে গত বৃহস্পতিবার ৪ জানুয়ারি এই মামলা দায়ের করে।  উল্লেখ্য, গত দুই বছর টেক্সাসসহ দেশের দক্ষিণ সীমান্ত হয়ে নিউইয়র্কে ১ লাখ ৬৪ হাজার অভিবাসন প্রত্যাশী  এসেছে। তাদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসা বাবদ সিটির ব্যয় হয়েছে প্রায় ৩.৫ বিলিয়ন ডলার।