মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসরায়েলের দুই ট্যাংকারে ড্রোন হামলা

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১১ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রোববার

গাজায় ইসরায়েলের অভিযানের পর থেকে লোহিত সাগরে দেশটির জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তবে এবার লোহিত সাগরে প্রবেশের আগেই ইসরায়েলের দুটি ট্যাংকারে হামলা হয়েছে। শনিবার (০৬ জানুয়ারি) প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরের মালদ্বীপ উপকূলে দুটি ট্যাংকারে হামলা হয়েছে। বেনামী ড্রোনের মাধ্যমে হামলা করা ওই ট্যাংকারগুলো ইসরায়েলের মালিকানাধীন।

ঘটনা সম্পর্কে অবহিত কর্মকর্তাদের বরাতে শুক্রবার জর্ডান নিউজ জানিয়েছে, আরও দুদিন আগে এ হামলা হয়েছে। হামলায় কারণে বিস্ফোরণে দুটি ট্যাংকারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্যাংকার দুটি তেল পরিবহন করছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকার দুটি বাব এল মান্দেব ও লোহিত সাগর দিয়ে গন্তব্যে যাওয়ার কথা ছিল। তবে এটি সেখানে পৌঁছানোর আগেই হামলার শিকার হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, বাব এল মান্দেব থেকে দুই হাজার কিলোমিটার দূরে ট্যাংকার দুটিতে হামলা করা হয়। পরবর্তীতে আরও হামলার আশঙ্কায় এবং ক্ষতিগ্রস্ত হওয়ায় গতিপথ বদলে দেওয়া হয়। জাহাজগুলোর সাথে ইসরায়েলি সম্পৃক্ততার কথা বলা হলেও দেশটির কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। গাজায় প্রতি সমর্থন জানিয়ে তারা এ হামলা চালিয়ে যাচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় ২২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া শনিবার মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২০ জন নিহত হয়েছেন।