মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউক্রেনে রাশিয়ার রাতভর ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ৭ জানুয়ারি ২০২৪ রোববার

নতুন বছরে ইউক্রেনে হামলা জোরদার করছে রাশিয়া। দেশটি গতকাল রাতভর ইউক্রেনে ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রোববার (৭ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, গত রাতে রাশিয়া তাদের ওপর ২৮টি ড্রোন ও তিনটি ক্রুজ মিসাইল ছুড়েছে। তবে এরমধ্যে ২১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিমানবাহিনী টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, রাশিয়া মূলত তাদের দক্ষিণ ও পূর্বাঞ্চলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে তারা ৩টি ক্রুজ মিসাইলের বিষয়ে কোনো তথ্য জানায়নি।

বিমান বাহিনীর মুখপাত্র ইউরিও ইনহাত জাতীয় টেলিভিশনকে বলেন, শত্রুরা আমাদের সম্মুখ অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারা খেরসন ও ডিনিপ্রোপেট্রোভস্ক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী এ দাবি করলেও বিষয়টি যাচাই করতে পারেনি রয়টার্স। এ ছাড়া বিষয়টি নিয়ে রাশিয়াও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

ডিনিপ্রোপেট্রোভস্কের আঞ্চলিরক কর্মকর্তারা টেলিগ্রামে জানান, ড্রোন হামলায় তাদের ১২ জন আহত হয়েছেন। হামলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও তার ডরমিটরি, দুটি বহুতল ভবন ও একটি প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ডিসেম্বর শেষ ও জানুয়ারির প্রথম দিন মিলে রাশিয়া ইউক্রেনে ৫০০ ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরমধ্যে প্রায় ৩০০ ক্ষেপণাস্ত্র ও ২০০ ড্রোন ছিল।