মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিলিস্তিনী প্রেসিডেন্টের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৩০ এএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার


আজকাল ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, গাজা উপত্যকায় সাধারণ মানুষ নিহত হওয়ার হার অনেক বেশি। গত মঙ্গলবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গাজায় চলমান যুদ্ধ আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়ার শঙ্কার মধ্যে সম্প্রতি নতুন করে মধ্যপ্রাচ্য সফর শুরু করেন ব্লিঙ্কেন। গাজায় ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত শুরুর পর এটি তাঁর চতুর্থ মধ্যপ্রাচ্য সফর। ইতিমধ্যে তুরস্ক, জর্ডান, আরব আমিরাত ও কাতার সফর করেছেন ব্লিঙ্কেন।
গত মঙ্গলবার তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এরপর এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের সমর্থন জুগিয়ে যাবে। তবে অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে আটকে পড়াদের সুরক্ষার জন্য আরও বেশি করে পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ব্লিঙ্কেন বলেছেন, গাজায় সাধারণ মানুষ, বিশেষ করে শিশু নিহত হওয়ার হার অনেক বেশি।
১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সীমিত আকারে শাসন পরিচালনা করে।
এদিকে গত বুধবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ব্লিঙ্কেন। বৈঠকের আগে ব্লিঙ্কেন বলেন, তিনি বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার এবং তাদের শাসনব্যবস্থার উন্নয়নের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা করার কথা ভাবছেন।
ব্লিঙ্কেন আরও বলেন, ইসরায়েলকে অবশ্যই এমন পদক্ষেপ নেওয়া বন্ধ করতে হবে, যা ফিলিস্তিনিদের কার্যকরভাবে শাসন করার ক্ষমতাকে খর্ব করে। দ্বিরাষ্ট্র সমাধানের অগ্রগতি বিষয়েও গুরুত্বারোপ করেন ব্লিঙ্কেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। ইসরায়েল সরকারের হিসাব অনুসারে, ওই হামলায় প্রায় ১ হাজার ১৪০ জন নিহত হন। ২৫০ ইসরায়েলিকে জিম্মি করা হয়। এর মধ্যে যুদ্ধবিরতির আওতায় কিছুসংখ্যক বন্দীকে মুক্তি দেওয়া হয়। ইসরায়েলের দাবি, এখনো ১৩২ জন জিম্মি আছেন। কমপক্ষে ২৫ জন জিম্মি হত্যার শিকার হয়েছেন।
৭ অক্টোবর হামাসের হামলার জবাবে একই দিন গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত এসব হামলায় কমপক্ষে ২৩ হাজার ২১০ জন নিহত হয়েছেন।
তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। বুধবার সকালে মন্ত্রণালয়টি জানায়, গতকাল রাতভর হামলায় আরও ৭০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৩০ জনের বেশি।
আজ সকালে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের আরও একজন সেনা নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় যুদ্ধ শুরুর পর নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়াল ১৮৬-তে।