ব্র্রংকসের আল আকসা পার্টি হল রমজানে ফ্রি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৩৫ এএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার
আজকাল রিপোর্ট
ব্রঙ্কসের আল-আকসা পার্টি হলের প্রেসিডেন্ট এবং সিইও আলী হায়দার বলেছেন, আসন্ন রমজান মাসে রোজাদারদের জন্য যারা পার্টি আয়োজন করবেন হলের জন্য তাদের কোন ভাড়া দিতে হবে না। তাদের ইফতার আইটেমেও থাকবে বিশেষ ছাড়। তিনি এই সুযোগ গ্রহণ করার জন্য নিউইয়র্কের সংগঠনগুলির কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। গত ৯ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় নির্বাচিত অফিসিয়ালদের সম্মানে আয়োজিত এক ডিনার অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন। ১৪১৬ ইউনিয়ন পোর্ট রোডে অবস্থিত আল আকসা পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলী হায়দার বলেন, তাদের চাইনিজ রেস্টুরেন্ট সংলগ্ন পার্টি হলটি সপ্তাহের ৭ দিনই খোলা থাকে। তারা ৫ বরোর সর্বত্রই ক্যাটারিং করে থাকেন। স্থানীয়ভাবেও যে কেউ অর্ডার দিয়ে তাদের চাইনিজ খাবার অর্ডার করতে পারেন। ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তিনি তাদের পার্টি হল এবং চাইনিজ রেস্টুরেন্টের সেবা গ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান।
পার্কচেস্টার কমিউনিটি বোর্ড চেয়ারম্যান এম এন মজুমদার আল আকসা পার্টি হলের ব্যবস্থাপনা ও খাবারের প্রশংসা করে বলেন, আমার পরিচিত অনেকেই এখানে পার্টি করে উচ্ছসিত প্রশংসা করেছেন। কমিউনিটির এই ব্যবসা প্রতিষ্ঠানটির অগ্রগতির জন্য তিনি এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কমিউনিটি বোর্ড-৯ এর পক্ষ থেকে আল-আকসা পার্টি হলের সিইও আলী হায়দারের হাতে একটি সম্মাননাপত্র তুলে দেন কমিউনিটি বোর্ড-৯ এর ডেপুটি ডিস্ট্রিক্ট ম্যানেজার শার্লি আলোনজো। এছাড়াও সিনেটর নাটালিয়া ফার্ন্দান্দেজের পক্ষ থেকে একটি সাইটেশন প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি বোর্ড-৯ এর ডিস্ট্রিক্ট ম্যানেজার উইলিয়াম রিভেরা, ফার্স্ট ভাইস চেয়ার এন্ডেও মার্টিনেজ, সেকেন্ড ভাইস চেয়ার মিশেল হেলপার্ন, কোষাধ্যক্ষ হেনরি পিলায়ো। বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুস শহীদ, আব্দুর রহিম বাদশাহ, নুর মোহাম্মদ, এ ইসলাম মামুন, সিপিএ জাকির চৌধুরী, ডিটেকটিভ মাসুদুর রহমান, তুষার পিক ও ফরিদা ইয়াসমীন। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল। নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।