জাতিসংঘের তিন সংস্থার সভাপতি হলেন মুহিত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৪৫ এএম, ১৩ জানুয়ারি ২০২৪ শনিবার
আজকাল রিপোর্ট
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত সংস্থাটির গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গসংগঠনের নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের জন্য রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত এ দায়িত্ব পালন করবেন।
সংস্থাগুলো হলÑ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয় (ইউএনওপিএস)। তিনটি সংস্থার সভাপতি নির্বাচিত হওয়ায়, নতুন বছরে বাংলাদেশের বহুপক্ষীয় কূটনীতির পাল্লায় যুক্ত হল আরেকটি অর্জন।
গত বুধবার জাতিসংঘ সদর দপ্তরে মুহিতকে নির্বাহী বোর্ডের প্রধান নির্বাচিত করা হয় বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। কলম্বিয়া, জার্মানি, রোমানিয়া এবং ইথিওপিয়ার রাষ্ট্রদূতরা সহ-সভাপতি নির্বাচিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০৩০ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে এই তিনটি সংস্থার সুনির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে। ইউএনডিপি মূলত দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সদস্য দেশগুলোকে সহায়তা করে থাকে। ইউএনএফপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে। আর শান্তি, উন্নয়ন ও মানবিক বিষয়াবলীর প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস। সভাপতি হিসেবে বাংলাদেশ সংস্থাগুলোর এই গুরুত্বপূর্ণ ম্যান্ডেট বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ পাবে। পাশাপাশি বাংলাদেশ বোর্ডের অন্যান্য সদস্য এবং এই তিনটি সংস্থার নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে। বিশ্বব্যাপী তাদের কার্যক্রমে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করতে পারবে।