শনিবার   ২৩ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোনারগাঁয়ে ক্ষুদে শিক্ষার্থীদের অন্যরকম উৎসব

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৪:০০ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

কয়েকশত বছরের বটগাছটি গত ১০ বছর ধরে ক্ষুদে শিক্ষার্থীদের সাথে ১ জানুয়ারি অন্যালোয় দোল খায়। শিক্ষার্থীরা নতুন বইয়ের কল্যাণীয়া গন্ধ মেখে বট গাছটির ঝুলে থাকা শাখা-প্রশাখায় দোল খায় ইচ্ছে মতো। বাংলাদেশের প্রতিটি বিদ্যালয়ের মাঠ মেতে ওঠে বই উৎসবে। আজ মঙ্গলবার সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ২ শত ৮৩ টি বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকেই বই উৎসব অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে প্রতিটি বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। উপজেলার ভট্টপুর, খংসারদী ও বৈদ্যেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর ইসলাম।

এ ছাড়াও সোনারগাঁ জি আর মডেল স্কুল এন্ড কলেজ, বৈদ্যোর বাজার এনএএম পাইলট উচ্চ বিদ্যালয়, মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি বিদ্যায়তন, মেঘনা শিল্পনগরী স্কুলসহ সোনারগাঁয়ের প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক ও কিন্ডারগার্টেনে এ বই উৎসব অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র বিশ্বাস  জানান, সোনারগাঁয়ে ১৭০টি কিন্ডার গার্টেন ও ১১৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক বই বিতরণ করা হয়।

এ সময় সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিক্ষানুরাগী মাসুদুর রহমান মাসুম, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি সফিকুল ইসলাম, ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি আবু নাইম ইকবাল ও নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি, আর বিলকিসসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।