মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তানজানিয়ায় সোনার খনি ধসে নিহত ২২

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:১২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৪ সোমবার

তানজানিয়ার উত্তরাঞ্চলে সোনার খনি ধসে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আফ্রিকার দেশটির সরকারি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার বিবিসি, আলজাজিরা ও ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির সিমিউ অঞ্চলের বারিয়াদি জেলার নালিতা খনিতে এই দুর্ঘটনা ঘটেছে। হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, নিহত ভাই-বানোর জীবিকার তাগিদে সেখানে গিয়েছিলেন। তারা তাদের পরিবার ও দেশের জন্য অবদান রাখছিলেন। আমি তাদের মৃত্যুতে শোকাহত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিধিনিষেধ থাকা সত্ত্বেও একদল মানুষ সেখানে খনন শুরু করলে ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির বারিয়াদি জেলা প্রশাসক সাইমন সিমালেঙ্গা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় প্রশাসনের অনুমতি ছাড়াই ২৪ থেকে ৩৮ বছর বয়সি একদল যুবক একটি অনিরাপদ জায়গা খনন করছিলেন।

তিনি জানান, প্রাথমিকভাবে তাদের বলা হয়েছিল ১৯ থেকে ২০ জন মানুষ খনিতে আটকা পড়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ২২ জনের মরদেহ উদ্ধার করতে পারেন।