শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কের মঞ্চ মাতালেন চন্দ্রা রায়

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রথীন্দ্র নাথ রায়ের কন্যা চন্দ্রা রায়। বাবার পথ অনুসরণ করেই নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবে গড়ে তুলেছেন। এবার নিউইয়র্কের মঞ্চ মাতালেন এই গায়িকা।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের কুইন্সের আল-আকসা ভেন্যুতে ‘বাংলার গায়েন লাইভ ইন নিউইয়র্ক’ শিরোনামে অনুষ্ঠিত হয় চন্দ্রার একক সংগীত সন্ধ্যা।

কনসার্টটির আয়োজন করেছিল পিংক নয়েজ প্রোডাকশন প্রেজেন্টস। কনসার্টের প্রজেক্ট ম্যানেজার ছিলেন অলিভ আহমেদ এবং পাবলিক রিলেশন ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন শামীম সিদ্দিকী।

এ প্রসঙ্গে চন্দ্রা বলেন, খুবই ভালো কেটেছে কনসার্টের সময়টা। শ্রোতা-দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। প্রত্যেকটি গানই ভীষণ পছন্দ করেছেন শ্রোতারা। কনসার্টের পরিবেশ থেকে শুরু করে সবকিছুই খুব ভালো ছিল। আমরা কিছুটা ফিউশন ধাঁচের গানগুলো করেছি। এমনকি কনসার্ট শেষ হওয়ার পরেও অনেকে এসে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে গানের সুরে সুরে দারুণ সময় কাটিয়েছি শ্রোতা-দর্শকদের সঙ্গে।

পাশাপাশি কনসার্টটি এতো সুন্দরভাবে উপভোগ করার জন্য নিজের পরিবার ও শ্রোতা-দর্শকদেরকে ধন্যবাদ জানিয়েছেন চন্দ্রা। সেই সঙ্গে কনসার্টটির প্রজেক্ট ম্যানেজার অলিভ আহমেদ, পিংক নয়েজ প্রোডাকশনের কর্ণধার আরিফুজ্জামান আরিফ এবং শামীম সিদ্দিকীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই গায়িকা।

কনসার্টটির মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আরটিভি।