বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

৩০ বছরের মধ্যে আরও ১৬ শহর

নিউইয়র্কের নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার শঙ্কা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৬ এএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার




নিউইয়র্ক ও মায়ামী সিটিসহ যুক্তরাষ্ট্রের ১৭টি শহর ২০৫০ সাল নাগাদ পানিতে তলিয়ে যাবার আশঙ্কা প্রকাশ করছেন পরিবেশ বিজ্ঞানীরা। তারা বলছেন, নিউইয়র্কের লোয়ার ম্যানহাটান পানিতে তলিয়ে যাবার সম্ভাবনা বেশি। ক্যানাল স্ট্রিটের নীচ থেকে লোয়ার ম্যানহাটানের শেষ সীমান্ত ব্যাটারি পার্ক পর্যন্ত তলিয়ে যাবে। এর প্রধান কারণ হিসেবে বিজ্ঞানীরা ‘সি লেবেল রাইজ’কে চিহ্নিত করছেন।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ফ্লোরিডার মায়ামী ও টেম্পা বে। এই দুটি শহরের নিম্ন ভূমিতল বিশিষ্ট। পাশাপাশি স্ট্রম সার্জও শহর দুটিকে বিপদ শঙ্কার মধ্যে ফেলে রেখেছে। প্রতি বছরই টেম্পা বে ও মায়ামী শহর সাইক্লোন ও স্ট্রম সার্জে আঘাতপ্রাপ্ত হয়।
বিজ্ঞানীদের গবেষণায় পানিতে তলিয়ে যাবার সম্ভাবনায় রয়েছে আরও ১৪টি শহর। সেগুলো হচ্ছে লুইজিয়ানার নিউ অর্লিন্স, মেরিল্যান্ডের অ্যানাপলিস, সাউথ ক্যারোলাইনার চার্লসটন, ভার্জিনিয়ার নরফোক, টেক্সাসের ডালাস ও হিউস্টন, ওয়াশিংটনের সিয়াটল, নিউজার্সির হোবকেন ও আটলান্টিক সিটি, ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস, ফ্লোরিডার কি ওয়েস্ট ও ফোর্ট লডারডেল, টেক্সাসের গ্যালভেস্টন ও জর্জিয়ার টাইবি আইল্যান্ড।
বিজ্ঞানীদের পূর্বাভাস হচ্ছে, আগামী ১০ থেকে ১২ বছরে সি লেভেল বাড়তে পারে ৪ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি। আর ৫ ফিট বাড়লে নিউইয়র্কের লাগোর্ডিয়া এয়াপোর্ট ও লোয়ার ম্যানহাটান পানিতে তলিয়ে যাবে। ২১০০ সাল নাগাদ গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে ৮ ফিট পর্যন্ত সি লেবেলের উচ্চতা বাড়তে  পারে। আর সেটা হলে যুক্তরাষ্ট্রের এই বড় শহরগুলো চলে যাবে পানির নীচে।