শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রে ভর্তির অপেক্ষায় আরও ৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০৩ এএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার


 

আগামী ফল ও স্প্রিং সেশনে প্রায় ৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনের অপেক্ষায় রয়েছেন। এসব শিক্ষার্থীর অধিকাংশই যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন। তাদের অনেকেই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আবেদনপত্র ও ভর্তির অফার পেয়েছেন। বাংলাদেশের বেশ কিছু এডুকেশনাল কনসাল্টিং ফার্ম তাদের সাহায্য করছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে আগামী আগস্ট থেকে ফল সেশন ২০২৪ ও জানুয়ারি ২০২৫ থেকে স্প্রিং সেশন শুরু হবে।
আসন্ন ফল ও স্প্রিং সেশনকে সামনে রেখে ঢাকার আমেরিকান দূতাবাস ২৪ জানুয়ারি থেকে এফ-১ স্টুডেন্ট ভিসা সেশন শুরু করছে। যারা ভর্তির সুযোগের অপেক্ষা করছেন কিংবা যাদের ভর্তির আাবেদন প্রক্রিয়াধীন আছে তারা এই সেশনে যোগ দিতে পারবেন। যেসব শিক্ষার্থী স্টুডেন্ট ভিসার জন্য আবেদনের প্রস্তুতি নিচ্ছেন তারাও এতে অংশ নিতে পারবেন। দূতাবাসের কনস্যুলার সেকশনের কর্মকর্তারা বলেছেন, এতে যুক্তরাষ্ট্রে শিক্ষার জন্য গমন ও ভিসা প্রাপ্তির বিষয়ে বিস্তারিত তথ্য তারা পাবেন। এটি ভিসার আবেদন ও প্রাপ্তির শিক্ষনীয় পদক্ষেপ। এই সেশনে অংশ নিতে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে।
ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় আমেরিকান সেন্টারে এই স্টুডেন্ট ভিসা ইনফরমেশন সেশন অনুষ্ঠিত হবে।