নিউইয়র্ক যেন ‘ডিপ ফ্রিজ’ তুষারঝড়ে মৃত্যু ৪০
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০৬ এএম, ২০ জানুয়ারি ২০২৪ শনিবার
তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রির শঙ্কা
যুক্তরাষ্ট্রে তীব্র তুষারপাতের কবলে বিপর্যয় নেমে এসেছে জনজীবনে। এখন পর্যন্ত অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। বরফের চাদরে ঢাকা পড়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা। প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থাতেও। তুষারপাতে নিউইয়র্কের জনজীবনে দুর্ভোগ ইতোমধ্যেই চরমে উঠেছে। হিমাঙ্কের নিচে তাপমাত্রার কারণে তুষার জমে বরফ হয়ে যাওয়ায় মহাসড়কসহ সবধরনের রাস্তা বিপদজনক ফাঁদে পরিণত হয়েছে। নিউইয়র্কের বিমানবন্দর গুলোতে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। কর্তৃপক্ষ অবশ্য বলেছে, বেশির ভাগ ফ্লাইট বাতিলের বিষয়টি পূর্ব সতর্কতামূলক।
আবহাওয়া দফতর বলছে, গেল কয়েকদিনে ২৪টির বেশি তুষারঝড় আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রজুড়ে। এতে, নিউইয়র্কসহ আরাকানস, ইলিনয় ও পেনসিলভেনিয়ার অনেক জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে। আগামী কয়েকদিনে আরো ঝড় আঘাত হানতে পারে বলে সতর্কতা জারিও করা হয়েছে।
আবহাওয়া দফতরের তথ্যমতে, অনেক জায়গা ডিপ ফ্রিজে পরিণত হয়েছে। কোথাও কোথাও ৩০ ইঞ্চির বেশি তুষারের স্তুপ জমেছে। ঝড়ের পর সপ্তাহান্তে তীব্র ঠান্ডা পড়তে পারে। সেই সঙ্গে এই সময়ে কিছু কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৫০ ফারেনহাইট (-৪৫ ডিগ্রি সেলসিয়াস) এর কাছাকাছি নেমে যেতে পারে।
তুষারঝড় ও তীব্র ঠান্ডায় যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চীল অঙ্গরাজ্যগুলোতে লাখ লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এক কোটির বেশি মানুষকে সতর্কতা মেনে চলতে বলা হয়েছে।
তুষারের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। অনেক জায়গায় সড়ক দুর্ঘটনা দেখা গেছে। গেল কয়েকদিনে ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় তিন হাজার ফ্লাইট। বৈরি আবহাওয়ার কারণে আগামী কয়েকদিনে বিমান চলাচল আরো ব্যাহত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।