মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাপানে ৩৬ জনকে পুড়িয়ে মারার অপরাধে মৃত্যুদণ্ড পেলো অভিযুক্ত

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

বৃহস্পতিবার দেশটির কিয়োটো জেলা আদালত অভিযুক্ত শিনজি আওবাকে ২০১৯ সালের ১৮ জুলাই কিয়োটো অ্যানিমেশন স্টুডিওতে অগ্নিসংযোগের মাধ্যমে ৩৬ জনকে হত্যা ও অন্যান্য অপরাধের দায়ে এই সাজা দেন। 

জাপানের জাতীয় গণমাধ্যম এনএইচকে বিচারক কেইসুকে মাসুদার উদ্ধৃতি দিয়ে জানায়, ‘সেদিনের হামলা তাৎক্ষণিকভাবে স্টুডিওটিকে নরকে পরিণত করেছিল এবং ৩৬ জনের মূল্যবান জীবন কেড়ে নিয়েছিল। সেসময় বেঁচে যাওয়া ব্যক্তিরা জানায় আক্রমণের দিন সকালে আওবা বিল্ডিং ভেঙে ভেতরে প্রবেশ করে তারপর নিচতলায় পেট্রল ছড়িয়ে উচ্চস্বরে চিৎকার করে।’

ইতোমধ্যেই আদালতে এই হামলার দায় স্বীকার করেছে শিনজি আওবা। তবে ‘মানসিক অক্ষমতা’র কারণ দেখিয়ে শাস্তি হ্রাস করার অনুরোধ জানায় আওবা’র আইনজীবীরা। তবে এর জবাবে বিচারক মাসুদা জানান, অপরাধের সময় আসামি মানসিকভাবে পাগল বা দুর্বল ছিল না এবং আইনজীবীদের অনুরোধ প্রত্যাখ্যান করেন।

তবে কেনো আওবা সেদিন স্টুডিওতে আগুন দিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। তবে জাপানের গণমাধ্যমের খবরে তখন বলা হয়, স্টুডিওটি আওবার উপন্যাস চুরি করেছে এমন বিশ্বাস থেকেই তিনি স্টুডিওতে আগুন দেন। সেদিন সেই আগুনে স্টুডিওর ওপরের তলায় আটকা পড়ে অনেক অ্যানিমেশন কর্মী ও তরুণ শিল্পী মারা যান। এমনকি শিনজি আওবা নিজেও সেদিন পুড়ে গিয়ে হাসপাতলে ভর্তি হয়েছিলো। সম্পাদনা: ইকবাল খান