মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে কর্মকর্তার বাড়ি-অফিস তল্লাশিতে মিললো ১০০ কোটি রুপির সম্পদ

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার

এনডিটিভি জানায়, অ্যান্টি করাপশন ব্যুরো পরিচালিত এই অভিযানে ভারতের তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি’র সেক্রেটারি শিবা বালাকৃষ্ণের বাড়ি থেকে ১০০ কোটি রুপির অধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলোর মধ্যে নগদ ৪০ লাখ রুপি ও ২ কেজি স্বর্ণালংকারসহ ৬০টি বিদেশি দামী ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাংক ডিপোজিট ও ফ্ল্যাটের নথি উদ্ধার করা হয়েছে। তাছাড়া একাধিক বেনামি সম্পত্তিও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর অ্যান্টি করাপশন ব্যুরো দাবি করে, সরকারি কর্মকর্তা শিবা বালাকৃষ্ণ বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনি অর্থ ও সম্পদের বিনিময়ে পারমিট দিতেন। এসকল বিনিময়ে কোটি কোটি রুপি অর্থ ও দামি উপহার নিতেন তিনি।

বুধবার ভোর থেকে শুরু হওয়া অভিযানে বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে ২০ টি ভিন্ন জায়গায় তল্লাশি চালায় এসিবি। এই তল্লাশি চলে গভীর রাত পর্যন্ত। এমনকি বালাকৃষ্ণের আত্মীয়দের বাড়িতেও তল্লাশি চালানো হয়। সম্পাদনা: ইকবাল খান