নিউইয়র্কে কি বাইডেনের বিপর্যয় ঘটবে?
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৩৬ এএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার
জনমত জরিপে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প
আজকাল রিপোর্ট
সাাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনমত জরিপে প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন। আইওয়া ককাসের পর গত মঙ্গলবার নিউ হ্যাম্পশায়াারের রিপাবলিকান প্রাইমারিতেও তার বিপুল বিজয় হয়েছে। এর পরপরই যুক্তরাজ্য ভিত্তিক বেটিং কোম্পানী ‘বেটফেয়ার’ পরিচালিত জরিপে দেখা গেছে, অতীতের সকল সময়ের চেয়ে ট্রাম্পের অবস্থান এখন বেশি শক্তিশালী। তিনি প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছেন।
জরিপে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে সমর্থন এসেছে ৪৯ শতাংশ। পক্ষান্তরে জো বাইডেনের পক্ষে সমর্থনের হার ৩৪ শতাংশ। রিপাবলিকান প্রাইমারি থেকে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্লোরিডার গভর্নর রন ডিসেন্টিস সরে দাঁড়িয়েছেন। সর্মথন জানিয়েছেন ট্রাম্পকে। আইওয়াতে পরাজয়ের পরই ডিসেন্টস সরে যান। লুইজিয়ানার সাবেক গভর্নর ও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক স্থায়ী প্রতিনিধি নিকি হ্যালি উভয় ক্ষেত্রে হারলেও তিনি প্রার্থিতার দৌড়ে রয়েছেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, সাউথ ক্যারোলাইনায় পরবর্তী রিপাবলিকান প্রাইমারিতে নিকি হ্যালি জয় পাওয়ার প্রত্যাশা করছেন। তবে সেখানে নিকি হারলে ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থিতা একেবারে নিশ্চিত হয়ে যাবে।
গোটা আমেরিকা এখন ট্রাম্প ও বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে সরব। জনমত জরিপে দেখা যাচ্ছে, আমেরিকানদের কাছে এ দুজন প্রার্থীই অপছন্দের। উভয়েরই বয়স ৮০’র দ্বারপ্রান্তে। কিন্তু রাজনীতির ২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনে এই দু’জনের বাইরে আর কোন প্রার্থী নেই।
নিউইয়র্ক ডেমোক্র্যাট প্রভাবিত ব্লু স্টেট হিসেবে খ্যাত। এই স্টেটের অর্ধেক ভোটারই বসবাস করেন নিউইয়র্ক সিটিতে। যাদের প্রতি ৪ জনের ৩ জনই রেজিস্টার্ড ডেমোক্র্যাট। গত তিনটি প্রেসিডেন্ট নির্বাচনে নিউইয়র্ক সিটি, আলবেনি, বাফেলো, রচেস্টার, বিংহ্যাম্পটন ও সিরাকিউসের মতো বড় বড় শহরগুলোতে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। অবশিষ্ট ছোট ছোট শহর ও উপশহর ছিল রিপাবলিকানদের দখলে। এবারে চিত্রটি একবারেই ভিন্ন মনে হচ্ছে। নিউইয়র্ক সিটির অধিকাংশ মানুষ সিটির অব্যবস্থাপনা, আইনশৃংখলার অবনতি ও অভিবাসী সংকটে মেয়র, গভর্নর ও প্রেসিডেন্টের ওপর নাখোশ। নিউইয়র্ককে তারা মনে করছেন বসবাস, ব্যবসা বাডুজ্য ও চলাফেরার অযোগ্য শহরে পরিণত হয়েছে। শতকরা ৬৫ ভাগ মানুষ অসন্তোষ প্রকাশ করছে সিটির ডেমোক্র্যাটিক প্রশাসনের ওপর। আর এর প্রভাব পড়তে পারে ৫ নভেম্বরের সাধারণ নির্বাচনে।
ডেমোক্র্যাটদের ভোট ব্যাংক হিসেবে খ্যাত মাইনরিটি কমিউনিটি। ইসরাইল ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেনসহ ডেমোক্র্যাটিক পার্টির শীর্ষ নেতাদের বক্তব্য ও বিভিন্ন পদক্ষেপ মুসলিম সম্প্রদায়কে বিক্ষুব্ধ করেছে। মুসলমানদের ভোট আদৌ বাইডেন পাবেন কিনা তার হিসেব নিকেষ চলছে। অনেকেই বলছেন, ডেমোক্র্যাটদের এই জমিনে বাইডেনের জন্য নির্বাচনী বিপর্যয় তৈরি হতে পারে নভেম্বরে।