বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেয়র এরিক অ্যাডামসের ২৪ প্রকল্প

নিউইয়র্কে কম টাকায় আবাসন

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪৯ এএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার




নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস সাশ্রয়ী দামে নিউইয়র্কে আবাসন নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছেন। শহরের ২৪টি স্থানে এই প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এতে কম টাকায় ১২ হাজারেরও বেশি বাড়ি তৈরি হবে। মেয়র অ্যাডামস এই প্রকল্পের নাম দিয়েছেন টোয়ান্টি ফোর ইন টোয়ান্টি ফোর।
মেয়র অফিস সূত্রে জানা গেছে, এই প্রকল্পটি কোন কোন স্থানে হবে তা বিস্তারিত জানানো হবে। এজন্য আগামী মাসে একটি ঘোষণা দিতে পারেন এরিক অ্যাডামস। ইতোমধ্যে প্রকল্পের সম্ভাব্য স্থান সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে। সেগুলো হলো- কুইন্সের হান্টারস পয়েন্ট সাউথ পার্সেল, ব্রঙ্কসের ১৭৩ স্ট্রিটে গ্র্যান্ড কনকোর্স ও স্ট্যাটেন আইল্যান্ড প্রভৃতি।
মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘নিউইয়র্কবাসীদের জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজনীয় তা হলো আবাসন। ঠিক তখন আমরা তাদের জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। আমি বিশ্বাস করি এটি হবে নিউইয়র্ক সিটির একটি উৎকৃষ্ট প্রকল্প।’ মেয়র অ্যাডামস বলেন, ‘টোয়ান্টি ফোর ইন টোয়ান্টি ফোর’ হলো ২৪টি আলাদা আলাদা প্রকল্প যেখানে নিউইয়র্কবাসী সাশ্রয়ী মূল্যে আবাসন পাবেন।
এদিকে মেয়র এরিক অ্যাডামস স্টেট অব দ্য সিটির ভাষণে নতুন আবাসন পরিকল্পনার পাশাপাশি নগরীর অপরাধ, চাকরি এবং অভিবাসী সংকটের বিষয়েও তার পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন।