পতিতাবৃত্তির বিরুদ্ধে মেয়র এডামসের নেতৃত্বে পুলিশের অভিযান
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫৪ এএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার
জ্যাকসন হাইটসের ৬ টি মেসেজ পার্লার বন্ধ করে দেয়া হয়েছে
মেয়র এরিক এডামসের নেতৃত্বে নিউইয়র্ক পুলিশ গতকাল বৃহস্পতিবার জ্যাকসন হাইটস এলাকায় পতিতাবৃত্তি বিরোধী এক অভিযান চালায়। অভিযানে ৬ টি মেসেজ পার্লারকে এ ব্যাপারে চিহ্নিত করে এগুলিকে বন্ধ করে দেয়া হয়। পতিতাবৃত্তি নিউইয়র্কে আইনত নিষিদ্ধ।
জ্যাকসন হাইটস, ইস্ট এলমহার্স্ট, ও করোনা এলাকাবাসীদের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে রুজভেল্ট এভিনিউ ও ৯৫ স্ট্রীট এলাকায় পুলিশ মেয়র এডামসের নেতৃত্বে এই অভিযান চালায়। তারা পতিতাবৃত্তি পরিচালনার অভিযোগে ৬টি মেসেজ পার্লার বন্ধ করে দেয়। মেয়র এডামস নিজের হাতে এগুলির দরজায় এ সংক্রান্ত নোটিশ সেঁটে দেন। এই সব নোটিশে মেসেজ পার্লারগুলি বন্ধের কারণ হিসেবে ‘প্রস্টিটিউশন’ কথাটি লিখে দেয়া হয়।
পুলিশ জানায়, মেসেজ পার্লার সাইনবোর্ডের আড়ালে এগুলিতে পুরোপুরিভাবে পতিতাবৃত্তি চালানো হোত। এ ব্যাপারে স্থানীয় অধিবাসীরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে রাত দেড়টার দিকে এসব স্থানে পর্যবেক্ষণ চালায়। তারা এখানে পুরোদমে পতিতালয় পরিচালিত হতে দেখতে পান।
গতকালের এই পুলিশী অভিযানকালে মেয়র এরিক এডামস সাংবাদিকদের বলেন, নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই এই পতিতালয়গুলিকে চিহ্নিত করা হয়েছে। এই পতিতাবৃত্তিই নগর জীবনের মানকে ধসিয়ে দিচ্ছে।
মেয়র বলেন, নগরীর অন্যান্য স্থানেও এপার্টমেন্টে যে পতিতবিৃত্তি চলে সিটি সে ব্যাপারেও তদন্তে নামবে। এ প্রসঙ্গে তিনি বিশেষ করে ইস্ট নিউইয়র্কের পেনসিলভানিয়া এভিনিউ এবং জ্যামাইকার সাটফিন বুলেভার্ডের নাম উল্লেখ করেন।
উল্লেখ্য, ডেমোক্র্যাটিক সিটি কাউন্সিলম্যান ফ্রান্সিসকো ময়া করোনা ডিস্ট্রিক্টে পতিতাবৃত্তি বন্ধে আইন প্রণয়নে সিটি কাউন্সিলে একটি বিল উত্থাপন করেছেন। এই বিলে মেসেজ পার্লারের আড়ালে পতিতাবৃত্তি পরিচালনা বন্ধে যে কোন সময় পার্লারগুলি পরিদর্শনের প্রস্তাব সহ অন্যান্য আরো কিছু সুপারিশ করা হয়েছে।
গতকালের এই অভিযানে কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।