বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্কে সোশ্যাল মিডিয়াকে বিষাক্ত ঘোষণা

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০০ এএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার

 স্টেট অব দ্য সিটির ভাষণে মেয়র
 
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস তাঁর স্টেট অফ দ্য সিটির ভাষণে সোশ্যাল মিডিয়াকে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি ও পরিবেশের জন্য বিষাক্ত ঘোষণা করেছেন। অ্যাডামস গত বুধবার এক্সে দেয়া বিবৃতিতে কমিশনার অব হেলথ আশউইন ভাসানের সোশ্যাল মিডিয়া নিয়ে সতর্কতা জারির বিষয়টি উদ্ধৃত করে বলেন ‘আমাদের তরুণদের অনলাইনের খারাপ প্রভাব থেকে রক্ষা করতে হবে।’
আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক সিটিতে সোশ্যাল মিডিয়াকে জনস্বাস্থ্যের ঝুঁকি হিসেবে ঘোষণা করে মেয়র বলেন, ‘আমরা প্রথম বড় আমেরিকান শহর যারা এ ধরনের পদক্ষেপ নিয়েছি।’ অ্যাডামস দাবি করেছেন টিকটক, ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যা তরুণদের আসক্ত করে তুলছে। এ ধরনের বিপজ্জনক আসক্তি তরুণদের মানসিক স্বাস্থ্য সংকটকে বাড়িয়ে তুলছে। মেয়র টেক কোম্পানিগুলোকে তাদের দায়বদ্ধতা নিশ্চিতের জোরাল আহ্বান জানিয়েছেন।
কমিশনার অফ হেলথ আশউইন ভাসানের জারিকৃত সতর্কতায় বলা হয়েছে, ‘নিউইয়র্কে তরুণদের মানসিক স্বাস্থ্য সংকট এক দশকের বেশি সময় ক্রমাগত উদ্বেগজনক অবস্থায় পৌঁছাচ্ছে।’ সতর্কতায় ২০২১ সালের ডেটার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সপ্তাহের দিনগুলোতে নিউইয়র্ক সিটির ৭৭ শতাংশ হাইস্কুল শিক্ষার্থীরা প্রতিদিন তিন ঘণ্টা বা তার বেশি সময় স্ক্রিনের সামনে ব্যয় করছে।
এর আগে গত বছরের মে মাসে অত্যধিক সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে সার্জন জেনারেল ভিভেক মূর্তি একটি সতর্কতা জারি করেন। সেখানে সোশ্যাল মিডিয়ার ব্যবহার তরুণদের মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি হিসেবে সতর্ক করা হয়।
সোশ্যাল মিডিয়া তরুণদের ওপর ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাবই ফেলে। পিউ রিসার্চের মতে, ৫৯ শতাংশ টিনএজাররা জানিয়েছে, সোশ্যাল মিডিয়া তাদের আরও বেশি আত্মবিশ্বাসী ও গ্রহণযোগ্যতা বাড়াতে সহায়তা করে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, টিনএজারদের ব্যবহারের জন্য সোশ্যাল মিডিয়া নিরাপদ কিনা সেটি নির্ণয়ে পর্যাপ্ত গবেষণা ও স্বচ্ছ ডেটার অভাব রয়েছে।