প্রবাসীদের শিক্ষা বিস্তারে কাজ করছে ডব্লিউইউএসটি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:০২ এএম, ২৭ জানুয়ারি ২০২৪ শনিবার
এনআরবিসি টিভি’র অনুষ্ঠানে শাহ্ নেওয়াজ
বাংলাদেশি ইমিগ্রান্টদের মূলধারায় কর্মসংস্থানে প্রকৌশলী হানিপের অবদানের ভূয়সী প্রশংসা করে সাপ্তাহিক আজকাল সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ্ নেওয়াজ বলেছেন, তার প্রতিষ্ঠান ওয়াশিংটন ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-ডব্লিউইউএসটি বাংলাদেশিদের জন্য গর্বের। তার বিশ্ববিদ্যালয় এবং এনআরবিসি টিভি চ্যানেল বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতির বিকাশে প্রশংসনীয় অবদান রাখছে।
গত ২১ জানুয়ারি উডসাইডের কুইন্স প্যালেসে এনআরবিসি টিভি’র নিউ ইয়ার সেলিব্রেশন ডিনার নাইটে বিশেষ অতিথির বক্তব্যে শাহনেওয়াজ কমিউনিটি বিনির্মাণে জনাব হানিপের মতো এগিয়ে আসার জন্য প্রবাসের সকল স্বচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ও পিপলএনটেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এনআরবিসি টিভির সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ। তিনি তার বক্তব্যে বলেন, এনআরবিসি হলো বিশ্বব্যাপী অনাবাসিক বাংলা ভাষাভাষীদের জন্য একটি উন্মুক্ত সংবাদ প্লাটফর্ম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বসবাসরত সকল শ্রেণী-পেশার প্রবাসী বাংলাদেশি এবং কমিউনিটি ও মূলধারার বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল নৈশভোজের আয়োজন।
জনাব শাহ্ নেওয়াজ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিয়াস আহমেদ, এটর্নী মঈন চৌধুরী, ডা. সারওয়ারুল হাসান, ডা. বর্ণালী হাসান, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, আব্দুর রশিদ বাবু, শিরিন আক্তার, ইশতিয়াক রুমি, অভিনেতা আহমেদ শরীফ, নাসির আলী খান পল, লিটন চৌধুরী, কাজী আজম, রহমান মালিক, রওনক আহমেদ, আহসান হাবীব, সাগির খান, ভেন্ডি লি, জগজিৎ সিং, নূরুল আজিম প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশনায় ছিলেন নাজু আখন্দ, রানো নেওয়াজ, কৃষ্ণা তিথি, রিয়া, জনি, কাজল, অনিক রাজ ও পারভেজ সোহেল। এছাড়াও কবিতা আবৃত্তি করেন জামান বাবু। পুরো আয়োজনটির সঞ্চালক ছিলেন নওশীন এবং শান্তনু।