ভাড়াটিয়াদের সহায়তায় সিটি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৩:৩৩ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
নিউইয়র্কে ১৫ বছর পর শুরু হচ্ছে সেকশন ৮ আবেদন গ্রহণ
বাড়িভাড়া সহায়তায় সেকশন ৮-এর নতুন আবেদন গ্রহণ শুরু করবে নিউইয়র্ক সিটি। এই আবেদন সর্বশেষ নেয়া হয়েছিল ১৫ বছর আগে মেয়র ব্লুমবার্গ আমলে। এখনও সেসব আবেদনের পুরো নিষ্পত্তি হয়নি। ৭ হাজার আবেদনকারীর ভাগ্য ঝুলে রয়েছে। অবশ্য মেয়র এরিক এডামস বলেছেন, নতুন আবেদন গ্রহণের আগেই পুরনোগুলো যাচাই-বাছাই করে জট দূর করা হবে। গত ২৪ জানুয়ারি বুধবার তিনি সেকশন ৮ ভাউচার এর নতুন ১ হাজার আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছেন। তবে কবে নাগাদ আবেদনপত্র গ্রহণ শুরু হবে তা পরিষ্কার করে বলা হয়নি।
নিউইয়র্ক সিটিতে ১ লাখ বাসিন্দা বাড়িভাড়া প্রদানে সেকশন ৮ এর ভাউচার পাচ্ছেন। এতে অনেকের পুরো ভাড়াটাই এই ভাউচারে প্রদান করা হয়। তবে ভাড়া সহায়তার পরিমান কত হবে তা নির্ভর করে ভাড়াটের বাৎসরিক আয়ের ওপর। এতে নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটির একটি গাইড লাইন রয়েছে। একক কোন ব্যক্তির ইনকাম বছরে ৫০ হাজার ডলারের কম হলে তিনি সেকশন ৮ এর ভাউচারের জন্য আবেদন করতে পারবেন। আর ৪ জনের পরিবার হলে আয় ৭০ হাজার ডলারের কম হলেই তিনি আবেদনের যোগ্য বিবেচিত হবেন। আবেদনকারীকে অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক বা গ্রীনকার্ডধারী হতে হবে। এই অর্থের যোগানদাতা কেন্দ্রীয় সরকার। তা নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ বিতরণ করে থাকে হাউজিং অথরিটির মাধ্যমে।
অবশ্য করোনাকালীন নিউইয়র্ক সিটির অনেকেই ইমারজেন্সী সেকশন ৮ ভাউচার পেয়েছেন। তা এখনও অনেকে পাচ্ছেন। বর্তমানে অনেকেরই অবস্থার পরিবর্তন ঘটেছে। আয়-রোজগার বৃদ্ধি পেয়েছে। ইমারজেন্সী ভাউচার প্রাপকদের বিষয়টি খতিয়ে দেখে তাদের অনেকের সেকশন ৮ সুবিধা বাতিলও করা হচ্ছে।
নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি (নাইচা) জানিয়েছে, সিটি প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত জানালে সেকশন ৮ এর নতুন আবেদন গ্রহণ শুরু হবে। নাইচা তার নিজস্ব ওয়েবসাইটে ‘এপ্লিকেশন পোর্টাল’ ওপেন করবে জনসাধারণের জন্য। আগ্রহীরা অনলাইনেই আবেদন করতে পারবেন।