মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে ২৮তম এশিয়ান এক্সপো

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৪৮ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার

আগামী ২ ও ৩ মার্চ 

আগামী ২ ও ৩ মার্চ যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮তম এশিয়ান এক্সপো। এ উপলক্ষে ২৭ জানুয়ারি ফোর্ট লডারডেলে শাহী রেস্টুরেন্টে মেলার সার্বিক প্রস্তুতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে মেলার অতিথি, শিল্পী ও কলাকুশলীদের পরিচয় তুলে ধরা হয়।

মেলা কমিটির আহ্বায়ক সঞ্জয় সাহা সভাপতিত্বে সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এডভোকেট এম রহমান জহির, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ ছাড়াও বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই এম রহমান জহির ২৮তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার এন্ড কালচারাল শোয়ের আহ্বায়ক সঞ্জয় সাহা, চেয়ারম্যান মোহাম্মদ হক রনি ও সদস্য সচিব এস আই জুয়েলকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। এরপর আরিফ আহমেদ আশরাফ ২৮তম মেলার ১৯টি সাব-কমিটি চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন এবং তাদের পরিচয় করিয়ে দেন।

২৮তম এশিয়ান ফুড ফেয়ার এন্ড কালচারাল শোর চেয়ারম্যান মোহাম্মদ হক রনি জানান, ইতিমধ্যে ২০টি ফুড স্টলসহ ৯০টি বিভিন্ন পন্যের স্টল বুকিং হয়েছে। এবার বাংলাদেশ থেকেও ফুড এবং অন্যান্য স্টল আসছে।

সভায় বাংলাদেশ এসোসিয়েশন নামে অপর একটি সংগঠনের নেতৃবৃন্দ এ বছর নতুন করে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডায় যোগদান করেন। তারা হলেন- মোহাম্মদ সাজ্জাদুল হাসান, ডা. আনোয়ারুল করিম শাহীন, মোহাম্মদ হারুন চৌধুরী, এমএ সাত্তার, মহিউদ্দিন বাপ্পী, মাজেদুল হক আদর, জামিল আবেদিন প্রমুখ। বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা সভাপতি এম রহমান জহির ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ তাদের স্বাগত জানান।

২৮তম এশিয়ান ফুড ফেয়ার এন্ড কালচারাল শো ২০২৪ এর সাংস্কৃতিক কমিটির প্রধান চিত্রা সুলতানার নেতৃত্বে ফ্লোরিডায় বসবাসকারী শিশুদের নিয়ে এবারও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানানো হয়। আয়োজকরা জানান, মেলার উদ্বোধক হিসেবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এম রহমান জহির যোগাযোগ করছেন বলে সভায় জানানো হয়।

মেলা কমিটির সদস্য সচিব এস আই জুয়েল জানান, ইতিমধ্যে বাংলাদেশ এবং ভারতের স্বনামধন্য শিল্পীদের চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ থেকে আসছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, প্লেব্যাক শিল্পী অনিমা ডিকস্টা ও রিজিয়া পারভীন প্রমুখ। ভারত থেকে আসছেন ইন্ডিয়ান আইডল চ্যাম্পিয়ন পাওয়ানদীপ রাজন, রানার-আপ অরুণিতা কানজিলাল, জয়টিকা টাঙ্গারী ও বিশাল কোঠারীসহ আরো অনেকে।