বাংলাদেশিরা পরিশ্রমী ও শান্তিপ্রিয় কমিউনিটি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:১৮ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
ব্রঙ্কসে সোসাইটির অনুষ্ঠানে মেয়র
মেয়র এরিক এডামস বলেছেন, নিউইয়র্কে যতগুলো এথনিক কমিউনিটি রয়েছে তাদের মধ্যে বাংলাদেশিরা অধিক পরিশ্রমী ও শান্তিপ্রিয়। গত ২৮ জানুয়ারি বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটির সাথে আমার সম্পর্ক আত্মীয়ের মতো। মেয়র নির্বাচিত হওয়ার আগ থেকেই এই কমিউনিটির সাথে আমার সম্পর্ক। মেয়রের বাসভবনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন ও বাউলিং গ্রীনে বাংলাদেশের স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন আমার মেয়াদকালেই শুরু হয়েছে। আগামীতেও বাংলাদেশিদের কল্যাণে আমি এগিয়ে থাকবো। এ প্রসঙ্গে বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করে তিনি বলেন, কমিউনিটির কল্যাণে এই সংগঠনের ২৫ বছরপূর্তি একটি মাইলফলক। নিউইয়র্ক সিটির সকল সেক্টরেই বাংলাদেশি বংশোদ্ভুতরা মর্যাদার সাথে চাকরি করছেন উল্লেখ করে তিনি বলেন, গত রমজানে এই কমিউনিটির ২০টি ইফতার পার্টিতে আমি অংশ নিয়েছি।
ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া। পরিচালনায় ছিলেন ইমরান আলী টিপু, আশরাফুল হাসান বুলবুল ও শামীম মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, স্টেট সিনেটর নাতালিয়া ফার্নান্দেজ, স্টেট এসেম্বলি ওম্যান জেনিফার রাজকুমার, নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল নাজমুল হাসান, সাবেক ডেপুটি পুলিশ কমিশনার জোসেফ রামোস এবং সাবেক এসেম্বলিম্যান এরিক স্টিভেনসন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মার্কস হোম কেয়ার ব্রঙ্কস ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার আলমাস আলী, এম এন মজুমদার, আব্দুস শহীদ, নুরুল আহিয়া, হাসান আলী, শাহেদ আহমদ, সার্জেন্ট বেলাল, আলাউদ্দীন, আহাদ আলী সিপিএ, ইব্রাহিম বারো ভূঁইয়া, আতাউর রহমান সেলিম, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, মাসুদ রহমান, সারাহ হোম কেয়ারের সাজাদি পারভীন, মীর বাশার, ইসলাম মামুন, তোজাম্মেল হোসেন, সৈয়দ রুহুল, সৈয়দ আবুল কাশেম, জাবেদউদ্দীন, এমদাদ তরফদার, জিল্লুর খান, মাকসুদা আহমেদ, তোফায়েল চৌধুরী, সাখাওয়াত আলী, খবির উদ্দীন, লিয়াকত আলী, শাহীন আহমেদ, আব্দুর রব ডোলা মিয়া ও মজনুন রহমান।
অনুষ্ঠানে খলিল বিরিয়ানীর প্রেসিডেন্ট খলিলুর রহমানকে মেয়রের পক্ষ থেকে সাইটেশন দেয়া হয়। অনুষ্ঠানে বাফা ও সাজুফতা সাহিত্য ক্লাবের শিল্পীরা সংগীত পরিবেশন করে।