বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেক্সিকোয় শুরু নিউইয়র্কে শেষ ২০২৬ বিশ্বকাপ

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ ফুটবল বিশ্বকাপের বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে গেছে। 

রোববার রাতে এক অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ৪৮ দল ও ৩৯ দিনের ২০২৬ বিশ্বকাপের ১০৪টি ম্যাচ হবে তিন দেশের ১৬টি ভেন্যুতে। ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল।

এর আগে যুক্তরাষ্ট্রে ১৯৯৪ বিশ্বকাপ হলেও সেই আসরের কোনো ভেন্যুতে হবে না ২০২৬ বিশ্বকাপের কোনো ম্যাচ। ৮২৫০০ দর্শক ধারণক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালসহ হবে মোট আটটি ম্যাচ। ১৪ ও ১৫ জুলাই দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায়। ১৮ জুলাই মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। কানাডা পর্বের ম্যাচগুলো হবে টরেন্টো ও ভ্যাঙ্কুভারে।

বিশ্বের প্রথম স্টেডিয়াম হিসাবে তিনটি ভিন্ন বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সাক্ষী হবে মেক্সিকোর ফুটবল তীর্থ আজতেকা। এ মাঠেই হয়েছিল ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপ ফাইনাল। এবার হবে উদ্বোধনীসহ মোট পাঁচটি ম্যাচ।