২০টি মাইগ্র্যান্ট সেন্টারে কার্ফ্যু
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
পুলিশের উপর গুলি, ডাকাতি ও অপরাধ কার্যকলাপ
নিউইয়র্ক সিটির ২০টি মাইগ্র্যান্ট সেন্টারে কারফিউ জারি করলেন মেয়র এরিক এডামস। টাইমস স্কয়ারে পুলিশের উপর হামলা, গুলি ও ডাকাতির ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে সিটি প্রশাসন। গত সোমবার ১২ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হয়েছে। এই আইন অমান্যকারীদের পুলিশ গেফতার করে বিচারের আওতায় আনবে।
সিটির হাউজিং প্রিজারভেশন ও ডেভেলপমেন্ট (এইচপিডি)-এর আওতাধীন ২০টি অস্থায়ী মাইগ্র্যান্ট সেন্টারে এই কার্ফ্যু আদেশ কার্যকর হবে। সম্প্রতি ১৫ বছরের মাইগ্র্যান্ট বালক পিস্তল নিয়ে প্রকাশ্যে ডাকাতি করায় মেয়র উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন, একি ভয়ংকর! নিউইয়র্ক সিটি তাদের জন্য মানবিক বিচেনায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। নিউইয়র্কাররা তাদের জন্য ত্যাগ স্বীকার করছে। আর তারাই কিনা আমাদের পুলিশের উপর গুলি চালাচ্ছে।
সিটি ঘোষিত কার্ফ্যু প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। এর ফলে এই সময়ের মধ্যে এই সব সেন্টার থেকে কেউ বের হতে পারবে না। কার্ফু আরোপিত ২০টি সেন্টারের প্রায় ৪ হাজার এডাল্ট মাইগ্র্যান্ট এই কার্ফ্যুর আওতায় পড়বে।
সিটির একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, নগরীর বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন নগরীর বাসিন্দাদের কাছ থেকে আমরা অভিযোগ পাচ্ছি। মাইগ্র্যান্টরা শেল্টার থেকে বেরিয়ে বাসায় বাসায় কিংবা এপার্টমেন্টে গিয়ে খাবার ও কাপড় চাইছে। সিটির অনেক বাসিন্দা তাদের হাতে নাজেহালও হচ্ছেন। আমরা মাইগ্র্যান্ট ক্রাইসিসকে মানবিক বিবেচনায় নিয়ে সর্তকতার সাথে এ সংকট মোকাবেলা করছি। তবে নিউইয়র্কবাসীদের নিরাপত্তা দেয়া সিটি প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব। ইতোমধ্যেই ‘ডিএইচএস সেন্টার’ ও সিটির ইমার্জেন্সি অস্থায়ী সেন্টারগুলোতে আইনশৃঙ্খলা বহিনীগুলো টহল দেয়া শুরু করেছে।