সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি

আর্ন্তজাতিক ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

যুক্তরাজ্যের স্বনামধন্য টাইম ম্যাগাজিনের ‘টাইম অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন খুন হওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগি।

খাশোগি ছাড়াও এ তালিকায় আরো রয়েছেন- ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দূতার্তে’র মাদক বিরোধী অভিযানের কড়া সমালোচক সাংবাদিক মারিয়া রেসা, মিয়ানমারে আটক বার্তা সংস্থা রয়টার্সে’র সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ি উু এবং যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে চলতি বছরের জুনে বন্দুক হামলায় নিহত ‘ক্যাপিটাল গ্যাজেট’ পত্রিকার ৫ সাংবাদিক। - খবর- সিএনএন।

চলতি বছরের ২ অক্টোবর ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। তিনি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে সৌদি দূতাবাসে গিয়েছিলেন।

 

তাকে হত্যা করতে সৌদি আরব থেকে ১৫ সদস্যের এক ঘাতক দল প্রেরণ করা হয়েছিলো। খাশোগিকে প্রথমে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং এরপর তার দেহ টুকরো টুকরো করে কেঁটে এসিড দিয়ে গলিয়ে ফেলা হয়।

সৌদি কর্তৃপক্ষ প্রথমে দূতাবাসের ভেতর খাশোগির খুন হবার ঘটনা অস্বীকার করলেও দুসপ্তাহ পর স্বীকার করে নেয়। এ ছাড়া মার্কিন কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা ‘সিআইএ’ খাশোগি হত্যাকাণ্ডের তদন্তে প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে এ হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছে। তারা জানিয়েছে, তার নির্দেশেই এ হত্যাকাণ্ড ঘটেছে।