সোসাইটির চেক জালিয়াত আবুকে খুঁজছে পুলিশ
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:২১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
৫ হাজার ডলার পুরষ্কার ঘোষণা
বাংলাদেশ সোসাইটির ১ লাখ ৬৫ হাজার ডলার আত্মসাৎকারিকে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মামুন আবু। গত বছর ১৯ সেপ্টেম্বর সোসাইটির চেক জালিয়াতি করে এস্টোরিয়াস্থ টিডি ব্যাংক থেকে অর্থ তোলার চেষ্টা করেছিল সে। কিন্তু ব্যাংক কর্মকর্তা ও সোসাইটির নেতৃবৃন্দের তড়িৎ হস্তক্ষেপে সে এই অর্থ উত্তোলন করতে ব্যর্থ হয়। এ ঘটনায় চেক জালিয়াতির একটি মামলাও দায়ের কওে সোসাইটি। গত পাঁচ মাস ধরে গোয়েন্দা পুলিশ এ ব্যাপাওে তদন্ত চালায়। ব্যাংকের ভিডিও ফুটেজ এখন তাদের হাতে। আইনশৃংখলা বাহিনী ব্যাংকের ভিডিও ফুটেজ দেখে আবুকে সনাক্ত করে। তার নামে ওয়ান্টে জারি করা হয়েছে। আবুকে পাকড়াও করতে বিভিন্ন এলাকায় সাঁটা হচ্ছে পোস্টার। তাকে ধরতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদেরর সাহায্য চেয়েছে আইনশৃংখলা বহিনী।
বৃহস্পতিবার রাতে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী এই প্রতিবেদককে বলেন, অর্থ আত্মসাৎকারির ছবি আমাদের কাছে ডিটেকটিভ পুলিশ হস্তান্তর করেছে। তাকে ধরতে সহযোগিতা চেয়েছেন তারা। বাংলাদেশ সোসাইটি আমাদের কমিউনিটির প্রাণের সংগঠন। এ সংগঠনের অর্থ আত্মসাতের প্রচেষ্টার সাথে জড়িতদের অবশ্যই বিচার হতে হবে। আগামীতে এমন দুঃসাহস যেন আর কেউ দেখাতে না পারে।
বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ নওশেদ হোসেন আজকালকে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দায়িত্বশীল একজন ডিটেকটিভ পুলিশ অফিসার মামুন আবুকে চিহ্নিত করার খবরটি দেন। একই সাথে তার ছবিও তারা প্রেরণ করেছে। আমরা তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। পুলিশ তাকে খুঁজছে। তাকে ধরিয়ে দেবার জন্য ৫ হাজার ডলার পুরষ্কারও ঘোষণা করেছে।