মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাটফিনের রেল লাইনে পড়ে থাকা কে এই যুবক?

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:২২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার


 
কুইন্সের সাটফিন বুলেভার্ড সাবওয়ে স্টেশনের রেল লাইনে অচেতন অবস্থায় পড়ে ছিলেন যুবকটি। ম্যানহাটানমুখী একটি এফ ট্রেন ছুটে আসছিল স্টেশনের দিখে।  প্লাটফর্মে জমায়েত  হওয়া যাত্রীরা  চালককে ট্রেন থামাবার জন্য চিৎকার করতে থাকেন। চালক দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলায় যুবকটি প্রাণে বেঁচে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু তিনি অচেতন থাকায় তার কোন পরিচয় উদ্ঘাটিত হয়নি। তবে তাকে দেখে মনে হয় তিনি দক্ষিণ এশীয়। বাংলাদেশিও  হতে পারেন।  
ঘটনাটি গত মঙ্গলবার দুপুরের।
যুবকটি কি নিজেই প্লাটফর্ম থেকে পড়ে গিয়েছিলেন না কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল তাও এখনও রহস্যাবৃত। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্লাটফর্ম থেকে যত দূরে তিনি পড়েছিলেন কেউ ধাক্কা না দিলে অত দুরে গিয়ে পড়ার কথা নয়। ট্রেনটি আর মাত্র কয়েকশ ফুট সামনে এলেই যুবকটির শরীর ক্ষতবিক্ষত হয়ে যেতো এবং তার মর্মান্তিক মৃত্যু ঘটতো।
ওইদিন সকাল থেকে নিউইয়র্কে তুষারপাতের কারণে মানুষের চলাচল এমনিতেই কম ছিলো।  ট্রেনেও যাত্রী সংখ্যা তেমন ছিলো না। রেল লাইনের ওপর অচেতন পড়ে থাকা ওই যুবককে উদ্ধারের জন্য এনওয়াইপিডির একজন সদস্য প্ল্যাটফর্ম থেকে নিচের রেললাইনে নেমে তার অবস্থা দেখে ফায়ার সার্ভিসকে জানান এবং ট্রেনের চালক এমটিএ কর্তৃপক্ষকে জানালে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা মই দিয়ে নিচে নেমে যুবককে উপরে তুলে আনেন।  তারা ধারণা করেন, যুবকটি এশিয়ার কোন দেশের নাগরিক হয়ে থাকতে পারেন। তবে তিনি অচেতন থাকায় তার নাম, ঠিকানা পরিচয় জানা সম্ভব হয়নি। তিনি মাথায় আঘাত পেয়েছেন।