নিউইয়র্কে অমর একুশে পালনের কর্মসূচি
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:৩৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বুধবার
অমর একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্য রয়েছে দিবসের প্রথম প্রহরে বিভিন্ন স্থানে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। কর্মসূচির মধ্যে আরও রয়েছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক সংগঠন দিবসটি পালনে এখন থেকেই নানা আয়োজনে ব্যস্ত রয়েছে।
‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে সন্ধ্যা ৫টা থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে একুশের অনুষ্ঠান হবে। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা এতে অংশ নেবেন।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির অফিসে পতাকা উত্তোলন, শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট মহান একুশে ফেব্রুয়ারি পালন করবে। অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন প্রবাসীদের সাথে নিয়ে কন্স্যুলেটের কর্মকর্তারা। সে অনুষ্ঠানেও সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এছাড়াও নিউইয়র্কেও বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, এস্টোরিয়া, ব্রঙ্কসসহ অন্যান্য এলাকায় অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে মহান একুশ পালন করা হবে।
মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ:
নিউইয়র্ক মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের পক্ষ থেকে এবারও বাংলাদেশের সাথে মিলিয়ে ২০ ফেব্রুয়ারি দুপুর ১টা ১ মিনিটে (বাংলাদেশের সময় রাত ১২টা ১ মিনিট) জাতিসংঘ সদর দফতরের সামনে দ্যাগ হ্যামারসজোল্ড পার্কে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে।
বাংলাদেশ সোসাইটি:
বাংলাদেশ সোসাইটির উদ্যোগে প্রায় ৪০টি সংগঠন নিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করা হবে উডসাইডের তিব্বতী কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টা থেকে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, নতুন প্রজন্মের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। অনুষ্ঠান সফল করতে সম্প্রতি বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ সোসাইটি এক মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন:
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্মিলিত একুশের অনুষ্ঠান আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হবে। শতাধিক সংগঠন এতে অংশ নেবে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী নতুন প্রজন্মের মধ্যে পুরস্কার বিতরণ এবং রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ। অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় রয়েছে প্রায় ৮টির মত সংগঠন।
বিপা:
মাতৃভাষা দিবস উপলক্ষে বিপা ১৭ ফেব্রুয়ারি শিশু কিশোর প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় থাকছে চিত্রাঙ্কন, আবৃত্তি ও বাংলা লেখা। ওই দিন দুপুর একটায় উডসাইডের পিএস-১২-তে এই অনুষ্ঠান হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন মহান একুশে ফেব্রুয়ারি পালন করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিতে আছে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা।
যুক্তরাষ্ট্র বিএনপি:
যুক্তরাষ্ট্র বিএনপি ও তাদের অঙ্গসংগঠন মহান একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তাদের কর্মসূচিতে আছে অস্থায়ী শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা অনুষ্ঠান।
জাতীয় পার্টি:
গত ১১ ফেব্রুয়ারি রোববার জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার এক সভা অনুষ্ঠিত হয়। এতে আগামী ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর সিদ্ধান্ত হয়।
জালালাবাদ এসোসিয়েশন:
জালালাবাদ অ্যাসোসিয়েশনের (সভাপতি শাহীন কামালী এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলামের নেতৃত্বাধীন) একুশে পালন করা হবে আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় এস্টোরিয়াস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং অস্থায়ী শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ।
বাফা ও ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটি:
মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মিলিতভাবে উদযাপিত হবে ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে। এতে অংশ নিচ্ছে স্থানীয় ১৭টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আগামী ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ব্রঙ্কসে আল আকসা পার্টি হলে ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে একুশের অনুষ্ঠানমালা শুরু হবে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তকবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হবে।
এছাড়াও বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, এস্টোরিয়া, ব্রঙ্কসসহ অন্যান্য এলাকায় অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে মহান একুশে পালন করা হবে।