বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫   মাঘ ২ ১৪৩১   ১৫ রজব ১৪৪৬

রাশিয়ার ৫ শতাধিক লক্ষ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:০৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার

ইউক্রেইনে হামলা শুরু করার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে রাশিয়ার পাঁচ শতাধিক লক্ষ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞায় অন্য দেশে রাশিয়ার সামরিক শিল্প ও কোম্পানিগুলোকেও লক্ষ্যস্থল করা হচ্ছে।

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোও সামিল হচ্ছে।

বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সহকারী অর্থমন্ত্রী ওয়ালি আডিয়েমো।

আডিয়েমো জানিয়েছেন, রাশিয়া তার চাহিদামতো অন্য দেশগুলো থেকে যেসব পণ্য আহরণ করে এসব নিষেধাজ্ঞার ফলে তাতে বাধা সৃষ্টি হবে। ইউক্রেইন যুদ্ধ ও বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে জবাবদিহি করাতে চায় ওয়াশিংটন।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে রাশিয়া। এরপর থেকে পরবর্তী দুই বছর ধরে চলা ইউক্রেইনের যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত ও দেশটির বহু শহর ধ্বংস হয়। এ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মস্কোর বিরুদ্ধে কয়েক হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

এতে যে চাপ সৃষ্টি হয়েছে তা ধরে রাখতেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নতুন এসব নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে।

“নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ রাশিয়ার গতিকে ধীর করার জন্য করা হয়েছে, এতে ইউক্রেইনে তাদের ইচ্ছামতো যুদ্ধ করার বিষয়টি কঠিন হয়ে যাবে,” বলেছেন আডিয়েমো।   

তবে মস্কোকে থামানোর জন্য নিষেধাজ্ঞা যথেষ্ট হবে না বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, জানিয়েছে রয়টার্স।