বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক সিটির উদ্যোগ নন সিটিজেনদের ভোটাধিকার আটকে দিল আদালত

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:৫৫ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার


   

নিউইয়র্ক সিটিতে নন সিটিজেনদের ভোটাধিকার আইন বাতিল করে দিল নিউইয়র্ক স্টেট আপিলেট ডিভিশন কোর্ট। নিউইয়র্ক সিটিতে বসবাসরত নন সিটিজেনরা স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারবেন এমন আইন ২০২১ সালে পাস করেছিল সিটি কাউন্সিল। বিশেষ করে গ্রীনকার্ডধারীদের এই ভোটাধিকার পাওয়ার কথা ছিল। তারা মেয়র, পাবলিক এডভোকেট, কম্পট্রোলার, বরো প্রেসিডেন্ট  ও সিটি কাউন্সিল মেম্বার পদে ভোট দিতে সুযোগ পেতেন। কিন্তু বিলটি পাস হবার পর সিটি কাউন্সিলের কয়েকজন রিপাবলিক্যান সদস্য আইনটির সাংবিধানিক বৈধতা তুলে আদালতে মামলা দায়ের করেন। ফলে আইনটি আর কার্যকর হতে পারেনি। এখন এই রায়ে সিটিতে বসবাসরত ৮ লাখ গ্রীনকার্ডধারী স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ হারালেন।
গত বুধবার ২০ ফেব্রুয়ারি নিউইয়র্ক স্টেট আপীল কোর্ট ২০২১ সালের ডিসেম্বরে পাস হওয়া আইনটিকে বাতিল ঘোষণা করেন। রায়ে বলা হয়, নন সিটিজেন বাসিন্দাদের ভোটাধিকার প্রদান নিউইয়র্ক সেস্ট ও মিউনিসিপ্যাল হোম রুল ল’ এর পরিপন্থী। নিউইয়র্ক স্টেট সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে,‘সকল নাগরিকের ভোটাধিকার রয়েছে’। তা তারা প্রয়োগ করতে পারবেন। সেখানে নন সিটিজেনদের বিষয়ে কোন শব্দ নেই।
মেয়র এরিক এডামস প্রথম থেকেই নন সিটিজেনদের ভোটাধিকার আইনটি সর্মথন করে আসছিলেন। বুধবার আইনটি আদালত কর্তৃক বাতিল হবার পর তিনি কোন প্রতিক্রিয়া দেননি। এর বিরুদ্ধে সিটি আপীল করবে কিনা তাও সিটি বৃহস্পতিবার পর্যন্ত জানায়নি।
নিউইয়র্ক স্টেটের স্ট্যাটেন আইল্যান্ড থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেসম্যান মালিওটাকিস ও স্ট্যাটেন আইল্যান্ড বরো প্রেসিডেন্ট ভিটো ফসিলা আদালতে আইনটি বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। পক্ষান্তরে সিটির ডেমোক্র্যাটিক নেতৃবৃন্দ এতে হতাশা ব্যক্ত করেছেন।