গেহি অ্যান্ড এসোসিয়েটস ব্যাপক প্রশংসিত
আজকাল রিপোর্ট
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৪:০১ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
অভিবাসীদের আইনি সেবা প্রদান
যারা আইনি প্রক্রিয়ায় আবেদন করতে পারেন না বলে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েও সহজে গ্রিন কার্ড বা নাগরিকত্ব পান না সেই বাংলাদেশিদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের আইনি সেবাদাতা প্রতিষ্ঠান গেহি এন্ড এসোসিয়েট। এই প্রতিষ্ঠানটির তত্ত্বাবধানে প্রতিবছর বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য অভিবাসন প্রত্যাশী যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লাভ করছেন বলে,প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানান হয়েছে।
গেহি এন্ড এসোসিয়েট একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আইনি সেবা দাতা প্রতিষ্ঠান হিসাবে সবার কাছে পরিচিত। এই আইনী প্রতিষ্ঠানটি ইমিগ্রেশন, ব্যাংক্র্যাপসি, ক্রেডিট কার্ড, ডিভোর্স, সিটিজেনশিপ, চাইল্ড কাস্টডি, চাইল্ড সাপোর্ট অর্ডার অব প্রোটেকশন ও সব ধরনের ভিসা এবং ফিয়ানসি ভিসা প্রসেসিং সেবা তুলনামূলক কম ফি'তে দিয়ে থাকে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, ওজোন পার্কের লিবারটি অ্যাভিনিউ ও জ্যামাইকা অ্যাভিনিউতে প্রতিষ্ঠানটির অফিস রয়েছে।
গেহি এন্ড এসোসিয়েটের কর্নধার নরেশ গেহি জানান, রাজনৈতিক সংঘাত, ব্যাংক্র্যাপসি, বর্ডার ক্রসসহ বিভিন্ন সমস্যা নিয়ে যারা যুক্তরাষ্ট্রে আসেন, আমরা তাদের গ্রিন কার্ডের জন্য সহায়তা করে থাকি। ব্যবসায়িক কারণে দেউলিয়া হয়ে যাওয়া, ঋণ খেলাপি, রাজনৈতিক সংঘাতের কারণে যারা এসাইলাম আবেদন করেন, আমরা তাদের গ্রিন কার্ড লাভে সহায়তা করে থাকি। গ্রিন কার্ডের জন্য আবেদন করা অবস্থায় স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটলে এক্ষেত্রেও আমাদের প্রতিষ্ঠান গ্রিন কার্ড লাভে যাবতীয় সহযোগিতা করে থাকে। এছাড়া বর্ডার ক্রস করে যারা যুক্তরাষ্ট্রে আসেন, যারা ইংরেজি জানেন না, যাদের বয়স ৬০ এর কাছাকাছি তাদের গ্রিন কার্ড লাভে আমরা সহযোগিতা করি।
অভিজ্ঞ আইনজীবি নরেশ গেহি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটি তো বটেই, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা; ভারতীয় উপমহাদেশের ভারত, পাকিস্তান, তিব্বত, নেপালের কমিউনিটির অসংখ্য মানুষ গ্রিন কার্ড লাভ করেছে।
যার জন্য,বাংলাদেশি কমিউনিটি তো বটেই, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডর, আর্জেন্টিনা; ভারতীয় উপমহাদেশের ভারত, পাকিস্তান, তিব্বত, নেপালের কমিউনিটির কাছে প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
গেহি বলেন, গ্রিন কার্ড যা যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে স্থায়ী বাসিন্দা কার্ড হিসাবে পরিচিত। এটি একটি পরিচয় নথি যা প্রমাণ করে যে ব্যক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাস রয়েছে। তবে গ্রিন কার্ড পাওয়া অনেক দুঃসাধ্য ব্যাপার। অনেক কাঠখড় পুড়িয়ে পেতে হয় এই স্বপ্নের কার্ড।